করোনা আপডেট : ভারতে আক্রান্ত বেড়ে ১১৩৭, মৃত ২৭ | বঙ্গ প্রতিদিন
Monday, March 30, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এখন মোট আক্রান্ত ১১৩৬ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৯৫ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ২০৩ জন। নতুন করে সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে ১৭ জনের শরীরে। এই রাজ্যে মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। করোনাভাইরাসের সংক্রমণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৭। আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে মোট আক্রান্ত ২০২ জন। নতুন করে ২০ জন আক্রান্ত হয়েছেন কেরলে।
এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ২০৩ | ৭ | ২৫ |
কেরল | ২০২ | ১ | ১৬ |
কর্নাটক | ৮৩ | ৩ | ৫ |
তেলেঙ্গানা | ৭০ | ১ | ১ |
গুজরাত | ৬৩ | ৪ | ০ |
রাজস্থান | ৫৯ | ০ | ৩ |
উত্তরপ্রদেশ | ৭২ | ০ | ১১ |
দিল্লি | ৭২ | ২ | ৬ |
পঞ্জাব | ৩৮ | ১ | ১ |
হরিয়ানা | ৩৫ | ০ | ১১ |
তামিলনাড়ু | ৫০ | ১ | ২ |
মধ্যপ্রদেশ | ৩৯ | ২ | ০ |
অন্ধ্রপ্রদেশ | ১৯ | ০ | ১ |
পশ্চিমবঙ্গ | ২১ | ১ | ০ |
বিহার | ১৫ | ১ | ০ |
ছত্তীসগড় | ৭ | ০ | ০ |
উত্তরাখণ্ড | ৭ | ০ | ১ |
হিমাচল প্রদেশ | ৩ | ১ | ২ |
গোয়া | ৫ | ০ | ০ |
ওড়িশা | ৩ | ০ | ০ |
পুদুচেরি | ১ | ০ | ০ |
মণিপুর | ১ | ০ | ০ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৩ | ০ | ৩ |
জম্মু-কাশ্মীর | ৩৮ | ২ | ১ |
চণ্ডীগড় | ৮ | ০ | ০ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৯ | ০ | ০ |
0 Response to "করোনা আপডেট : ভারতে আক্রান্ত বেড়ে ১১৩৭, মৃত ২৭ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment