-->
করোনা আপডেট : ভারতে আক্রান্ত বেড়ে ১১৩৭, মৃত ২৭ | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট : ভারতে আক্রান্ত বেড়ে ১১৩৭, মৃত ২৭ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এখন মোট আক্রান্ত ১১৩৬ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৯৫ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ২০৩ জন। নতুন করে সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে ১৭ জনের শরীরে। এই রাজ্যে মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। করোনাভাইরাসের সংক্রমণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৭। আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে মোট আক্রান্ত ২০২ জন। নতুন করে ২০ জন আক্রান্ত হয়েছেন কেরলে।
এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র২০৩২৫
কেরল২০২১৬
কর্নাটক৮৩
তেলেঙ্গানা৭০
গুজরাত৬৩
রাজস্থান৫৯
উত্তরপ্রদেশ৭২১১
দিল্লি৭২
পঞ্জাব৩৮
হরিয়ানা৩৫১১
তামিলনাড়ু৫০
মধ্যপ্রদেশ৩৯
অন্ধ্রপ্রদেশ১৯
পশ্চিমবঙ্গ২১
বিহার১৫
ছত্তীসগড়
উত্তরাখণ্ড
হিমাচল প্রদেশ
গোয়া
ওড়িশা
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৩
জম্মু-কাশ্মীর৩৮
চণ্ডীগড়
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

0 Response to "করোনা আপডেট : ভারতে আক্রান্ত বেড়ে ১১৩৭, মৃত ২৭ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads