
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর, “যা করতে হয়, তা বলতে নেই”

বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূলের তরুণ নেতা শুভেন্দু অধিকারী। শনিবার রামনগরের বন্ধুমহল ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে তিনি বলেন, “যা করতে হয় তা মুখে বলতে নেই!”
এদিন উদ্বোধনী বক্তৃতা চলাকালীন শুভেন্দু বলেন, “আমায় অনেকে বলছিলেন রামনগর নিয়ে বলতে। আমি তাঁদের বললাম, যা করতে হয় তা মুখে বলতে নেই। আর যা মুখে বলতে হয় তা করতে নেই।”
কিন্তু কী তিনি করতে চান যা মুখে বলছেন না তা নিয়ে কৌতূহল জিইয়েই রয়েছে। এদিন তিনি আরও বলেন, “নন্দীগ্রাম আন্দোলনের সময় অনেক বাহাদুরকে দেখা যায়নি। আর আজ তাঁরা ফেসবুকে আমার নামে গালমন্দ করছেন!” অনেকে মনে করছেন রামনগরের বিধায়ক অখিল গিরিকে উদ্দেশ করে এ কথা বলেছেন শুভেন্দুবাবু। জেলার রাজনীতিতে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীদের সঙ্গে অখিল গিরির দ্বন্দ্বের কথা সর্বজনবিদিত।
পাল্টা অখিল গিরি বলেছেন, “,শুভেন্দু হতাশায় ভুগছেন। মন্ত্রীর স্মৃতিশক্তি লোপ পেয়েছে।”
তবে এদিনের মঞ্চ থেকেই শুভেন্দু জানিয়েছেন ১৯ নভেম্বর রামনগরের আরএস মাঠে সমবায় সপ্তাহ উপলক্ষ্যে সভা করবেন তিনি।সেখানে সময় নিয়ে রামনগরের বিষয়ে বলবেন। ওইদিনই আবার তৃণমূলের ব্যানারে রামনগর বাজারে সভার ডাক দিয়েছেন অখিল গিরি। যা নিয়ে এখন থেকেই তপ্ত হতে শুরু করেছে সমুদ্র পাড়ের এলাকা।
প্রসঙ্গত, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুল নগরের সমাবেশের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। এদিন কালী পুজোর মঞ্চ থেকে আরও একটি সভার কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী।
এদিন শুভেন্দু আরও বলেন, “কোন পদে থাকলাম বড় কথা নয়, আসল কথা মানুষের পাশে থাকা। পদ যখন ছিল না তখনও থাকতাম ,এখনও আছি, ভবিষ্যতেও থাকব।” তাঁর কথায়, “ভাল সময় না আসতে পারলেও, খারাপ সময় শুভেন্দুকে পাবেন।”
0 Response to "ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর, “যা করতে হয়, তা বলতে নেই”"
Post a Comment