-->
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার ফের অবনতি, চিকিৎসায় কম সাড়া দিচ্ছেন তিনি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার ফের অবনতি, চিকিৎসায় কম সাড়া দিচ্ছেন তিনি



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গতকাল, অষ্টমীর দিন কিছুটা উন্নতি হয়েছিল তাঁর শারীরিক অবস্থার। কিন্তু আজ, রবিবার, মহানবমীর সকাল থেকেই ফের উদ্বেগ বাড়িয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আগের মতো চিকিৎসায় সাড়া দিচ্ছেন না অভিনেতা।

সৌমিত্র চট্টোপাধ্যায় ডাক্তারদের যে বোর্ডের আওতায় চিকিৎসাধীন, সে বোর্ডের প্রথান চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রর প্লেটলেট বেশ কমে গেছে। একইসঙ্গে তাঁর রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়েছে। যদিও তাঁর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে।

তবে অস্থিরতার সমস্যা এখনও রয়ে গেছে অভিনেতার। ‘কোভিড এনসেফেলোপ্যাথি’ বাড়ছে বলেই আশঙ্কা চিকিৎসকদের। চেতনাও কমে আসছে মাঝেমাঝে। চিকিৎসকরা জানান, আজই কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে তাঁকে নিয়ে। তবে তা কী, এখনই জানা যায়নি। অরিন্দমবাবু বলেন, “স্টেরয়েড ও অন্যান্য চেষ্টা সত্ত্বেও উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এটা উদ্বেগের।”

বেশ কয়েক দিন ধরে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু গত মঙ্গলবার হঠাৎ করেই মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা দেখা দেয় অভিনেতার। ফের একবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। বুধবারও মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যার বিশেষ কোনও উন্নতি হয়নি বলেই জানানো হয় হাসপাতালের তরফে।

কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই ধীরে ধীরে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু তারপরেই মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যায় কাহিল হয়ে পড়েছেন অভিনেতা। আপাতত চিকিৎসকদের মূল চিন্তার বিষয় সৌমিত্রবাবুর মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা।

এসবের পাশাপাশি সৌমিত্রবাবুর বয়স এবং কোমর্বিডিটি নিয়ে দুশ্চিন্তা তো আছেই। এই বিষয়ে দেশের অনেক বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়েছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা। এমনকি বিদেশেও অনেক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে কয়েকটি ওষুধ চালু করা হয়েছে অভিনেতার।

অক্টোবরের প্রথম দিন থেকেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। জ্বর, সর্দির মতো কোভিডের উপসর্গ ছিল তাঁর শরীরে। ৫ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা হয় এবং রিপোর্ট আসে পজিটিভ। ৬ তারিখ সকাল ১১ টা নাগাদ বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। উল্লেখ্য, সৌমিত্রবাবুর শ্বাসকষ্টের সমস্যা অনেকদিনের। ২০০৬ সাল থেকে তিনি সিওপিডিতে আক্রান্ত। গত বছর নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল সৌমিত্রবাবুর। চরম শ্বাসকষ্ট নিয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

এবার সব ঝড়ঝাপ্টা সামলে কোভিডমুক্ত হলেও, পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

0 Response to "সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার ফের অবনতি, চিকিৎসায় কম সাড়া দিচ্ছেন তিনি"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads