মহম্মদ সেলিম করোনা আক্রান্ত, শ্যামল চক্রবর্তী আংশিক ভেন্টিলেশনে |বঙ্গ প্রতিদিন
Monday, August 3, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গত কাল, রবিবার দুপুরে স্বস্তির মিলেছিল বাম শিবিরে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন চিকিৎসক নেতা ফুয়াদ হালিম। কিন্তু রাতেই শোনা যায় বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে। সোমবার সন্ধ্যায় জানা গেল সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমও করোনা আক্রান্ত হয়েছেন।
কোভিডে আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন সেলিম। তিনি জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসদের পরামর্শ মেনে তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন।
অন্যদিকে, প্রাক্তন রাজ্য সভার সাংসদ শ্যামল চক্রবর্তীর করোনা আগেই ধরা পড়েছিল। তিনি পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল, রবিবার রাতে তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয় বর্ষীয়ান সিটু নেতাকে। যদিও সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে এখন আংশিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
প্রসঙ্গত গত ২৫ ও ২৬ জুলাই সিপিএমের কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠক ছিল। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতর থেকে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার ৯ জন কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সহ) সদস্য। বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের মতো শীর্ষ নেতাদের সঙ্গে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য.হিসেবে ছিলেন সেলিম ও শ্যামলও। দুই নেতার করোনা ধরা পড়ায় উদ্বেগে সিপিএম।
কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “আগামী কাল মঙ্গলবার আমাদের সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হবে। আগামী কয়েকদিন কর্মসূচিও আরও সংক্ষিপ্ত করা হয়েছে।
0 Response to "মহম্মদ সেলিম করোনা আক্রান্ত, শ্যামল চক্রবর্তী আংশিক ভেন্টিলেশনে |বঙ্গ প্রতিদিন"
Post a Comment