-->
বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর বাড়িতে গেলেন রাজ্যপাল, বললেন ‘আমি উজ্জীবিত হই’

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর বাড়িতে গেলেন রাজ্যপাল, বললেন ‘আমি উজ্জীবিত হই’

 



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 
অষ্টমীর সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে তাঁর পাম এভিনিউয়ের বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।

বুদ্ধদেববাবুকে দেখে বেরিয়ে এসে রাজ্যপাল বলেন, “আমি নিয়মিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর খবর নিই। গতকাল বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে আমার কথা হয়। তারপরই আমি ঠিক করি আজ তাঁকে দেখতে আসব।”

কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?

রাজ্যপাল জানিয়েছেন, এমনিতে বুদ্ধবাবুর শরীর ঠিক আছে। তবে তাঁর শ্বাসপ্রশ্বাসে সমস্যা রয়েছে। তাঁকে অক্সিজেন নিতে হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চোখেরও সমস্যা রয়েছে।

গত বছর অগস্ট মাসেও বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খবর নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল। তখনই জানিয়েছিলেন বুদ্ধবাবুর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়। রাজ্যপাল হওয়ার আগে যখনই তিনি বাংলায় আসতেন তখনই বুদ্ধদেববাবুর সঙ্গে দেখা করতেন।

এদিন রাজ্যপাল বলেন, “বুদ্ধবাবু দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। এ রাজ্যের বিষয়ে বিপুল অভিজ্ঞতা তাঁর। আমি যখনই তাঁর সঙ্গে দেখা করি তখনই উজ্জীবিত হই।” ধনকড় জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে সমান্য কিছু কথাবার্তা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

0 Response to "বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর বাড়িতে গেলেন রাজ্যপাল, বললেন ‘আমি উজ্জীবিত হই’"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads