Maldah : মালদহে এসে মেডিক্যাল কলেজের সুপার, প্রিন্সিপাল, ডাক্তারদের হুঁশিয়ারি নির্মল মাজির
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-জেলা সফরে এসে মালদহ (Maldah) মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে সুপার, চিকিৎসক ও কর্মীদের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি৷ তাঁর মন্তব্যে আলোড়ন পড়েছে চিকিৎসক মহলে। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি কোনও চিকিৎসক।
ওয়েস্টবেঙ্গল প্রগ্রেসিভ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের মালদহ (Maldah) শাখার তৃতীয় সম্মেলনে এসে রবিবার রাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি সভা করেন নির্মল মাজি। সংগঠনের নানা বিষয় নিয়ে সভায় আলোচনা করেন তিনি। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁর গলায় উঠে আসে ক্ষোভের সুর ।
নির্মলবাবু বলেন, “এই রাজ্যে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয়। বিহার, ঝাড়খণ্ড, এমনকি বাংলাদেশেও বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় না। পড়ে পাওয়া ১৪ আনা পেতে সবাই এখানে চলে আসছে। মালদহ (Maldah) মেডিক্যালের পরিকাঠামো অত্যন্ত উন্নতমানের। এখানে ট্রমা সেন্টার পর্যন্ত চালু হয়ে গিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একাংশের মধ্যে আসি যাই, মাইনে পাই মানসিকতা এখনও রয়েছে। এখানে অধ্যক্ষ এবং সুপাররা সপ্তাহে তিনদিনের বেশি ডিউটিতে আসেন না।”
এখানেই শেষ নয়, আরেক কদম এগিয়ে নির্মল মাজি বলেন, সিপিএমের সংগঠন হেলথ সার্ভিস অফ ডক্টরসের অনেক নেতাও এখানে রয়েছেন। তাঁরা ডিউটিতে আসার প্রয়োজন পর্যন্ত মনে করেন না। ১৫ দিনের নোটিসে স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মেডিক্যাল কাউন্সিল, দ্য জুডিসিয়ারি অব মেডিক্যাল ফ্রাটারনিটি এসব চিকিৎসকের ডিগ্রি পাঁচ কিংবা দশ বছরের জন্য বাজেয়াপ্ত করতে পারে। অথচ এই চিকিৎসকদের ডোন্ট কেয়ার মনোভাব। আমরা তাঁদের বিধানসভায় শো-কজ করব। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ডেকে তাঁদের কৈফিয়ৎ চাইব।”
0 Response to "Maldah : মালদহে এসে মেডিক্যাল কলেজের সুপার, প্রিন্সিপাল, ডাক্তারদের হুঁশিয়ারি নির্মল মাজির"
Post a Comment