-->
ভারত-আমেরিকা সম্পর্কে প্রভাব ফেলবে না প্রেসিডেন্ট নির্বাচন : বিদেশ সচিব

ভারত-আমেরিকা সম্পর্কে প্রভাব ফেলবে না প্রেসিডেন্ট নির্বাচন : বিদেশ সচিব

                                       

বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-এখনও ফল প্রকাশিত হয়নি। আইনি লড়াইয়ের দিকে গড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গতিপ্রকৃতি। তবে মার্কিন মুলুকে যাই হোক না কেন, ভারতের সঙ্গে সম্পর্কে তার প্রভাব পড়বে না। এমনই আশা প্রকাশ করলেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংগলা।

বুধবার তিনি বলেন ভারত আমেরিকার সম্পর্ক দৃঢ়। মার্কিন প্রেসিডেন্ট ইলেকশনের জন্য তাতে হেরফের হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যে চুক্তি হয়েছে, তা অটুট থাকবে। গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে দুই দেশের মধ্যে। একে অপরের পাশে দাঁড়িয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সম্পর্ক সহজে নষ্ট হওয়ার নয়।

শ্রিংগলার দাবি সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে ভারত আমেরিকা সম্পর্ক। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্ষমতার বদল হলেও, তাতে প্রভাব পড়বে না। করোনা পরিস্থিতিতেও যেভাবে দুই দেশ একযোগে কাজ করেছে, তা লক্ষ্যণীয়। ভারতের অন্যতম বিনিয়োগকারী আমেরিকা। ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের লেনদেন চলে, যা সহজে চিড় খাবে না।

তবে শ্রিংগলার দাবি সত্ত্বেও ট্রাম্প জুনিয়রের একটি ট্যুইট পোস্ট অন্য বার্তা দিয়েছে। ভারতের বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বেশ বিপাকে পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এক ট্যুইটে গোটা বিশ্বের যে ম্যাপ প্রকাশ করেন তিনি, সেখানে দেখা গিয়েছে জম্মু কাশ্মীর ভারতের বাইরের অংশ।

এরপরেই বিতর্ক ছড়িয়ে পড়ে। এই ট্যুইটে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাপে দেখা গিয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রংয়ের অর্থাৎ তাঁরা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চিন নীল রংয়ের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের 

সেই ট্যুইটেই জম্মু কাশ্মীর লাল রংয়ের। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। শুধু জম্মু কাশ্মীর নয়, উত্তর পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য এমন সময় ম্যাপটি প্রকাশ করা হয়েছে, যখন ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা তুঙ্গে। অন্যদিকে, কাশ্মীরের সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গেও সীমান্ত উত্তাপ বেশ চড়া। ফলে বিতর্ক থামছে না।

0 Response to "ভারত-আমেরিকা সম্পর্কে প্রভাব ফেলবে না প্রেসিডেন্ট নির্বাচন : বিদেশ সচিব"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads