-->
মোদি সরকারকে প্রশ্ন ক্ষুব্ধ প্রিয়াঙ্কা গান্ধীর, শ্রমিকরা দেশের মেরুদণ্ড, তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি কেন? | বঙ্গ প্রতিদিন

মোদি সরকারকে প্রশ্ন ক্ষুব্ধ প্রিয়াঙ্কা গান্ধীর, শ্রমিকরা দেশের মেরুদণ্ড, তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি কেন? | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- মঙ্গলবার সকালে দেশজুরে লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী ৩ রা মে পর্যন্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই তাঁর সমালোচনায় উঠেপড়ে লাগেন কংগ্রেস নেতারা। কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই লকডাউনের মেয়াদ বৃদ্ধিকে দিশাহীন সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে কংগ্রেস। এরপরেই এদিন বিকেল থেকে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন চত্বর পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে। বাড়ি ফেরার দাবিতে রাস্তায় নেমে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর অভুক্ত শ্রমিকদের বিক্ষোভ থামাতে লাঠি চার্জ করে পুলিশ।
অভুক্ত শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ ও মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ক্ষুব্ধ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার তিনি তার টুইটারে একের পর এক টুইটে মোদি সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি ক্ষুব্ধ হয়ে লেখেন, শ্রমিকরা দেশের মেরুদণ্ড, শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি কেন?


आख़िर हर बार हर विपत्ति गरीबों और मजदूरों पर ही क्यों टूटती है? उनकी स्थिति को ध्यान में रखकर फैसले क्यों नहीं लिए जाते? उन्हें भगवान भरोसे क्यों छोड़ दिया जाता है? लॉकडाउन के दौरान रेलवे टिकटों की बुकिंग क्यों जारी थी? स्पेशल ट्रेनों का इंतजाम क्यों नहीं किया गया? उनके पैसे..1/2

6,901 people are talking about this

প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “কেন প্রতিটি দুর্যোগ দরিদ্র এবং শ্রমিকদের উপর ভেঙে পড়ে? কেন তাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় না? কেন তারা ঈশ্বরের উপর বিশ্বাস রেখে যায়? লকডাউনের সময় কেন রেলওয়ের টিকিটের বুকিং চলতে থাকে? কেন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি?”



आख़िर हर बार हर विपत्ति गरीबों और मजदूरों पर ही क्यों टूटती है? उनकी स्थिति को ध्यान में रखकर फैसले क्यों नहीं लिए जाते? उन्हें भगवान भरोसे क्यों छोड़ दिया जाता है? लॉकडाउन के दौरान रेलवे टिकटों की बुकिंग क्यों जारी थी? स्पेशल ट्रेनों का इंतजाम क्यों नहीं किया गया? उनके पैसे..1/2
..खत्म हो रहे हैं, स्टॉक का राशन खत्म हो रहा है, वे असुरक्षित महसूस कर रहे हैं-घर गाँव जाना चाहते हैं। इसकी व्यवस्था होनी चाहिए थी।

अभी भी सही प्लानिंग के साथ इनकी मदद की व्यवस्था की जा सकती है। मजदूर इस देश की रीढ़ की हड्डी हैं। @narendramodi जी भगवान के लिए इनकी मदद कीजिए। 2/2

2,563 people are talking about this

অন্য একটি টুইটে কংগ্রেস নেত্রী আরও লেখেন, ” শ্রমিকদের অর্থ শেষ হচ্ছে। মজুদ রেশন ফুরিয়েছে। তারা নিরাপত্তাহীন বোধ করছে। তারা ঘরে যেতে চায়। এটা ব্যবস্থা করা উচিত ছিল সরকারের।” পাশাপাশি প্রিয়াঙ্কা লেখেন, “শ্রমিকরা সহায়তা এখনও সঠিক পরিকল্পনা নিয়ে সাজানো যেতে পারে। শ্রমিকরা এ দেশের মেরুদণ্ড। মোদিজী ঈশ্বরের দোহাই দিয়ে তাদের সহায়তা করুন।”

0 Response to "মোদি সরকারকে প্রশ্ন ক্ষুব্ধ প্রিয়াঙ্কা গান্ধীর, শ্রমিকরা দেশের মেরুদণ্ড, তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি কেন? | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads