করোনা আপডেট: রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮ জন বেড়ে ২৩১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক | বঙ্গ প্রতিদিন
Thursday, April 16, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রামিত হয়েছেন ১৮ জন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। সেরে উঠেছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
গতকাল সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৩ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন বাংলার ১৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা হওয়ার কথা ১৮২ জন। যা রাজ্যের দেওয়া তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজ্য এবং কেন্দ্রের তথ্যের মধ্যে ফারাক অনেকটাই।
গতকাল বিকেলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন বাংলায় করোনা অ্যাকটিভ ১৩২ জন। অর্থাৎ বাকি ৫০ জনের করোনা সংক্রমণ নিয়ে ধন্দ রয়েই গিয়েছে।
বিরোধী শিবিরের বিশেষ করে বিজেপি নেতৃত্বের অভিযোগ পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও কোভিডে মৃত্যুর ঘটনা গোপন করা হচ্ছে। যা রাজ্যকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কারণ, অনেকে ধরেই নিচ্ছেন যে বাংলায় করোনা সংক্রমণ ছড়ানোর ভয় বিশেষ নেই। তাই বিক্ষিপ্ত ভাবে বহু লোক লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ছেন। গতকাল এই অভিযোগ তুলে সরাসরি তোপ দাগেন দিলীপ ঘোষ। দাবি করেন, যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের দেহ সৎকারও করা হয়েছে রাজ্যে।
যদিও রাজ্য সরকার বারবারই দাবি করেছে, কোনও তথ্য গোপন করা হচ্ছে না আক্রান্ত ও মৃত নিয়ে। মুখ্যমন্ত্রীর কথায়, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”
0 Response to "করোনা আপডেট: রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮ জন বেড়ে ২৩১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক | বঙ্গ প্রতিদিন"
Post a Comment