গৃহবন্দি তৈমুর কী করছে! ছবি পোস্ট করলেন মা করিনা কাপুর খান | বঙ্গ প্রতিদিন
Monday, March 30, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- গোটা পৃথিবীতেই এখন করোনা আতঙ্ক। চলছে লকডাউন। গৃহবন্দি থেকে এই ভাইরাস প্রতিরোধের চেষ্টায় নেমেছে গোটা বিশ্ব। ভারতেও ১৪ এপ্রিল পর্যন্ত চলছে লকডাউন। সকলেই ঘরে থাকতে বাধ্য। ছোট থেকে বড় সকলেই। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই। এই অবস্থায় কে কী করছেন তার ছবি অনেক সেলেবই শেয়ার করেছেন। কেউ রান্না করছেন, ঘর মুছছেন, বসান বাজছেন, বাড়ির কাজ, জিম করছেন।
ছোট্ট তৈমুর আলি খানও বসে নেই। এই তো জনতা কার্ফুর দিনে বাবা সইফ আলি খানের সঙ্গে বাগানে গাছের পরিচর্যা করছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিল। এবার লকডাউনে রং, তুলি হাতে নিয়েছে তৈমুর। মনের খেয়ালে এঁকে চলেছে ছবি। তারই একটু নমুনা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন করিনা কাপুর। সেই সঙ্গে তৈমুরের নাম দিয়েছেন ‘ইন হাউজ পিকাসো’।
করিনা ও সইফ আলি খানের ছেলে তৈমুর এই বয়সেই বিখ্যাত। দেশের সকলের মতো তৈমুরও বাড়ির বাইরে বেরোতে পারছে না। কিন্তু এই ছোট্ট বয়সেই সে সচেতন। মুখে মাস্ক পড়ে সে বাড়িতে ঘুরছে। এমন ভিডিও দিন কয়েক আগেই সামনে আসে। তখনও সকলে প্রশংসা শুরু করেছেন ছোট্ট তৈমুরের।
এর পরে জনতা কার্ফুর দিনে আসে সামনে আসে আর একটি ছবি। সদ্যই ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন করিনা কাপুর। সেই ইনস্টাগ্রামেই প্রকাশ করেন জনতা কার্ফুতে বাপ-বেটা মিলে কী করলেন। ছবিতে দেখা যায় সইফ ও তৈমুর দুজনেই বারান্দায় বসে গাছ লাগাতে ব্যস্ত।
ছবিটি আপলোড করে ক্যাপশনে করিনা লেখেন, “সারা পৃথিবীটাকে চলুন আমাদের জন্যই সুন্দর করে গড়ে তুলি।”
0 Response to "গৃহবন্দি তৈমুর কী করছে! ছবি পোস্ট করলেন মা করিনা কাপুর খান | বঙ্গ প্রতিদিন"
Post a Comment