-->
করোনা আপডেট : ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৭, সংখ্যা বেড়ে ১২৫১, মৃত ৩২ | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট : ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৭, সংখ্যা বেড়ে ১২৫১, মৃত ৩২ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কার্যত মিনিটে মিনিটে বদলে যাচ্ছে পরিসংখ্যান। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৫১। মৃত্যু হয়েছে ৩২ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৭ জন। একদিনে এই বৃদ্ধি এখনও পর্যন্ত সর্বাধিক।
আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কেরল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০২। খুব একটা পিছিয়ে নেই মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৯৮। মৃত্যু হয়েছে মোট ৮ জনের। এখনও পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রেই।
এই পরিসংখ্যান দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। এছাড়াও ‘ইন্ডিয়া কোভিড ১৯ ট্র্যাকার’ বলে একটি বেসরকারি ড্যাশবোর্ড রয়েছে, যেখানে আক্রান্তের সংখ্যা ১৩২৮ ও মৃতের সংখ্যা ৩৪ দেখানো হচ্ছে। এই ড্যাশবোর্ডে ভারতীয় ও বিদেশি নাগরিকদের যৌথ রেকর্ড রয়েছে। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের হিসেব দেখানো হয়েছে। সেইজন্যই এই পার্থক্য ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
কেরল২০২১৯
মহারাষ্ট্র১৯৮২৫
কর্নাটক৮৩
তেলেঙ্গানা৭১
গুজরাত৬৯
রাজস্থান৫৯
উত্তরপ্রদেশ৮২১১
দিল্লি৮৭
পঞ্জাব৩৮
হরিয়ানা৩৬১৮
তামিলনাড়ু৬৭
মধ্যপ্রদেশ৪৭
অন্ধ্রপ্রদেশ২৩
পশ্চিমবঙ্গ২২
বিহার১৫
ছত্তীসগড়
উত্তরাখণ্ড
হিমাচল প্রদেশ
গোয়া
ওড়িশা
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৩
জম্মু-কাশ্মীর৪৮
চণ্ডীগড়
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

0 Response to "করোনা আপডেট : ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৭, সংখ্যা বেড়ে ১২৫১, মৃত ৩২ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads