-->
পাকিস্তান হারতেই শামির বাউন্সার শোয়েবকে,পাকিস্তান হারতেই  ‘সবই কর্মফল’

পাকিস্তান হারতেই শামির বাউন্সার শোয়েবকে,পাকিস্তান হারতেই ‘সবই কর্মফল’



 সেমিফাইনালে ভারত হারতেই রে রে করে তেড়ে এসেছিলেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। রবিবার মেলবোর্নে পাকিস্তান হারতেই পাল্টা বাউন্সার দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। শোয়েবের অস্ত্রেই তাঁকে ঘায়েল করলেন বাংলার পেসার।

ইংল্যান্ডের কাছে সেমি ফাইনালে ভারত ১০ উইকেটে হারের পরই ভারতীয়দের হৃদয় ভেঙ্গে দিয়ে টুইট করেছিলেন শোয়েব। ইংরেজদের পাক বধের পরেই সেই পুরনো টুইট, রিটুইট করে শামি লেখেন, ‘দুঃখিত বন্ধু! সবই কর্মফল।’ যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে বিশ্ব মঞ্চে।

ভারতের বিরুদ্ধে হেরেই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। পরের ম্যাচেও জিম্বাবোয়ের বিরুদ্ধে হার। একসময় বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে বসেছিলেন বাবররা। তবে পিছিয়ে গিয়েও ফিরে এসেছেন তাঁরা। ঠিক এক সপ্তাহ আগে আর এক সুপার সানডে-তে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার ও বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের জয় সব অঙ্ক ওলট পালট করে দেয়।

সেমিফাইনালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পান বাবর আজমরা। কিন্তু ফাইনালে গিয়ে খেই হারিয়ে ফেলেন দুরন্ত ছন্দ নিমেষে উধাও হয়ে যায়। প্রথমে ব্যাটিং লাইনআপের ধস ও শেষে বোলিং বিপর্যয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ করে দেয় পাকিস্তানের।

সেমিফাইনালে ভারততের বিরাট হারের পর ঘরে বাইরে সমালোচনার ঝড় ওঠে। প্রাক্তন পাক পেসার শোয়েব দল বদলের আওয়াজ তোলেন। সেই শোয়েবকেই এদিন বাউন্সারে কাত করলেন শামি।


Related Posts

0 Response to "পাকিস্তান হারতেই শামির বাউন্সার শোয়েবকে,পাকিস্তান হারতেই ‘সবই কর্মফল’"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads