-->
একরাতে কোভিড পজিটিভ প্রায় ২ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন

একরাতে কোভিড পজিটিভ প্রায় ২ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-একরাতে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, ২ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৭,৩৩৬। মৃত্যু হয়েছে ১২১৮ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৯৫১ জন। অর্থাৎ দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬,১৬৭।
একরাতে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৭১ জন। সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ৬৬ জনের। তবে একরাতে সুস্থও হয়েছেন ৮৮৬ জন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে ১ মে বিকেল ৫টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫,৩৬৫। সংক্রমণে মৃত্যু হয়েছিল ১১৫২ জনের। সুস্থ হয়ে উঠেছিলেন মোট ৯০৬৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ১৭৯টি কেসের ক্ষেত্রে রাজ্যগুলিকে সংক্রমণের উৎস খুঁজে বের করার কথাও বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন- শুধু আমেরিকাতেই কোভিড পজিটিভ ১১ লাখেরও বেশি,বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ছাড়াল | বঙ্গ প্রতিদিন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র১১,৫০৬৪৮৫১৮৭৯
কেরল৪৯৭৩৯২
কর্নাটক৫৮৯২২২৫১
তেলেঙ্গানা১০৩৯২৬৪৪১
গুজরাত৪৭২১২৩৬৭৩৫
রাজস্থান২৬৬৬৬২১১১৬
উত্তরপ্রদেশ২৩২৮৪২৬৫৪
দিল্লি৩৭৩৮৬১১১৬৭
পঞ্জাব৪৮০১৯৯০
হরিয়ানা৩৬০২২৭
তামিলনাড়ু২৫২৬২৮১৩১২
মধ্যপ্রদেশ২৭১৯১৪৫৫২৪
অন্ধ্রপ্রদেশ১৪৬৩৩৩৪০৩
পশ্চিমবঙ্গ৭৯৫৩৩১৩৯
বিহার৪৭১৯৮
ছত্তীসগড়৪৩৩৬
উত্তরাখণ্ড৫৮৩৬
হিমাচল প্রদেশ৪০৩০
গোয়া
ওড়িশা১৪৯৫৫
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১১১ জন ও অসমে ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ২০ জন ও অসমে ৩২ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ২২১৭
জম্মু-কাশ্মীর৬৩৯২৪৭
চণ্ডীগড়৮৮১৭
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৩১৬

0 Response to "একরাতে কোভিড পজিটিভ প্রায় ২ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads