একরাতে কোভিড পজিটিভ প্রায় ২ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন
Saturday, May 2, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-একরাতে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, ২ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৭,৩৩৬। মৃত্যু হয়েছে ১২১৮ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৯৫১ জন। অর্থাৎ দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬,১৬৭।
একরাতে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৭১ জন। সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ৬৬ জনের। তবে একরাতে সুস্থও হয়েছেন ৮৮৬ জন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে ১ মে বিকেল ৫টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫,৩৬৫। সংক্রমণে মৃত্যু হয়েছিল ১১৫২ জনের। সুস্থ হয়ে উঠেছিলেন মোট ৯০৬৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ১৭৯টি কেসের ক্ষেত্রে রাজ্যগুলিকে সংক্রমণের উৎস খুঁজে বের করার কথাও বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন- শুধু আমেরিকাতেই কোভিড পজিটিভ ১১ লাখেরও বেশি,বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ছাড়াল | বঙ্গ প্রতিদিন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ১১,৫০৬ | ৪৮৫ | ১৮৭৯ |
কেরল | ৪৯৭ | ৪ | ৩৯২ |
কর্নাটক | ৫৮৯ | ২২ | ২৫১ |
তেলেঙ্গানা | ১০৩৯ | ২৬ | ৪৪১ |
গুজরাত | ৪৭২১ | ২৩৬ | ৭৩৫ |
রাজস্থান | ২৬৬৬ | ৬২ | ১১১৬ |
উত্তরপ্রদেশ | ২৩২৮ | ৪২ | ৬৫৪ |
দিল্লি | ৩৭৩৮ | ৬১ | ১১৬৭ |
পঞ্জাব | ৪৮০ | ১৯ | ৯০ |
হরিয়ানা | ৩৬০ | ৪ | ২২৭ |
তামিলনাড়ু | ২৫২৬ | ২৮ | ১৩১২ |
মধ্যপ্রদেশ | ২৭১৯ | ১৪৫ | ৫২৪ |
অন্ধ্রপ্রদেশ | ১৪৬৩ | ৩৩ | ৪০৩ |
পশ্চিমবঙ্গ | ৭৯৫ | ৩৩ | ১৩৯ |
বিহার | ৪৭১ | ৩ | ৯৮ |
ছত্তীসগড় | ৪৩ | ০ | ৩৬ |
উত্তরাখণ্ড | ৫৮ | ০ | ৩৬ |
হিমাচল প্রদেশ | ৪০ | ১ | ৩০ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ১৪৯ | ১ | ৫৫ |
পুদুচেরি | ৮ | ০ | ৫ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১১১ জন ও অসমে ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ২০ জন ও অসমে ৩২ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ২২ | ০ | ১৭ |
জম্মু-কাশ্মীর | ৬৩৯ | ৮ | ২৪৭ |
চণ্ডীগড় | ৮৮ | ০ | ১৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ১৬ |
0 Response to "একরাতে কোভিড পজিটিভ প্রায় ২ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন"
Post a Comment