শুধু আমেরিকাতেই কোভিড পজিটিভ ১১ লাখেরও বেশি,বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ছাড়াল | বঙ্গ প্রতিদিন
Saturday, May 2, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লক্ষ। মৃত প্রায় ২ লক্ষ ৪০ হাজার। তবে এর মধ্যেও সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ মানুষ। বিশ্বে এখন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মোট ৩৪,০০,৮৩০। মৃত্যু হয়েছে ২,৩৯,৫৯২ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছে ১০,৮১,৫৯৯ জন।
আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ পেরিয়েছে। মৃতের সংখ্যা ৬৫ হাজারেরও বেশি। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের ট্যালি অনুসারে, গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১৮৮৩ জনের। আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ১১,৩১,২৮০। মৃত্যু হয়েছে ৬৫,৭৬৬ জনের। কোভিড-১৯ সংক্রমণকে হারিয়ে ইতিমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছেন ১,৬১,৫৬৩ জন।
আরও পড়ুন- একরাতে কোভিড পজিটিভ প্রায় ২ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন
আমেরিকায় সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্ক শহরে। এই একটা শহরেই করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ২৪ হাজারেরও বেশি। নিউ ইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩,১৫,২২২। মৃত্যু হয়েছে ২৪,০৬৯ জনের।মার্কিন মুলুকে সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগত করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে বিভিন্ন ইউরোপীয় দেশগুলিতে। এদের মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে স্পেন। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২,৪২,৯৮৮। মৃত্যু হয়েছে ২৪,৮২৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৪২,৪৫০ জন। আক্রান্তের সংখ্যায় ইতালি ইউরোপীয় দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও মৃতের সংখ্যায় এই দেশই শীর্ষে রয়েছে। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,০৭,৪২৮। মৃত্যু হয়েছে ২৮,২৩৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৮,২৪৯ জন।
ফ্রান্স-জার্মানি-ব্রিটেনেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যার নিরিখে ইউরোপীয় দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,৭৭,৪৫৪ জন। মৃত্যু হয়েছে ২৭,৫১০। প্রসঙ্গত উল্লেখ্য যে, স্পেনের তুলনায় এখন ব্রিটেনে কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা বেশি। ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,৬৭,৩৪৬ এবং মৃত্যু হয়েছে ২৪,৫৯৪ জনের। সুস্থ হয়েছেন ৫০,২১২ জন। জার্মানিতে কোভিড আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১,৬৪,০৭৭ জন। তবে মৃত্যু হয়েছে ৬৭৩৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ১,২৬,৯০০ জন।
রাশিয়াতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা ১,১৪,৪৩১। মৃত্যু হয়েছে ১১৬৯ জনের।
0 Response to "শুধু আমেরিকাতেই কোভিড পজিটিভ ১১ লাখেরও বেশি,বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ছাড়াল | বঙ্গ প্রতিদিন"
Post a Comment