রাজ্যে করোনা-পজ়িটিভ আরও এক, শেষ ২৪ ঘণ্টায় এই নিয়ে ৩ জন! আক্রান্ত মোট ২১ | বঙ্গ প্রতিদিন
Monday, March 30, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- আরও এক নভেল করোনাভাইরাসে সংক্রানিত ব্যক্তির খবর মিলল রবিবার রাত দশটায়। শ্যাওড়াফুলির বাসিন্দা ওই ব্যক্তি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই নিয়ে রবিবার সন্ধেয় তিন জন আক্রান্ত হওয়ার খবর মিলল।
এই নিয়ে এ রাজ্যে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১। সূত্রের খবর, কয়েক দিন ধরেই জ্বরে ও শ্বাসকষ্টে ভুগছিলেন ৫৯ বছরের এই ব্যক্তি। কোনও ট্র্যাভেল হিস্ট্রি এখনও মেলেনি তাঁর। জানা গেছে,
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী তিনি। ১৬ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। ২১ তারিখ কমে যায়। ফের ২২ তারিখ জ্বর আসে। বাড়তে থাকে অসুস্থতা। ২৮ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী তিনি। ১৬ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। ২১ তারিখ কমে যায়। ফের ২২ তারিখ জ্বর আসে। বাড়তে থাকে অসুস্থতা। ২৮ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি।
চিকিৎসকদের আতঙ্ক বাড়িয়েছে আরও একটি তথ্য। গত কয়েক দিন কাজের জন্য ট্রেনে করে দুর্গাপুরে যাতায়াত করেছেন তিনি। ফলে কত মানুষ যে তাঁর সংস্পর্শে এসেছে, তা খুঁজে বার করা কার্যত অসম্ভব হয়ে গেল।
রবিবার সন্ধেয় স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছিল, দু’জন আক্রান্ত আজ। দু’জনের মধ্যে একজন আলিপুরের কমান্ড হাসপাতালের অ্যানাস্থেসিস্ট। জানা গেছে, সম্প্রতি দিল্লি গিয়েছিলেন তিনি। ফেরার পরেই অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন ৫০ বছরের এই চিকিৎসক। আজ রিপোর্ট আসে পজ়িটিভ।
আরও এক জন আক্রান্তের বয়স ৬৬ বছর। তাঁর শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গেছে। বরানগরের ড্যাফোডিল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এর পরেই খবর এল তৃতীয় আক্রান্তের।
শনিবার সন্ধ্যাতেই মোট তিন জনের শরীরে করোনা ধরা পড়েছিল এ রাজ্যে। এক জন তাঁদের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের রোগী। অন্য দুই আক্রান্ত মহিলা এগরার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আগের দিন অর্থাৎ গত পরশু নদিয়ার তেহট্টে একই পরিবারের পাঁচ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বপ্রথম কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন লন্ডন ফেরত এক তরুণ। এরপর আক্রান্ত হন বালিগঞ্জের এক যুবক। তিনিও ফিরেছিলেন লন্ডন থেকেই। প্রথম আক্রান্তের পরিবারের কারও শরীরে সংক্রমণের নমুনা পাওয়া না গেলেও দ্বিতীয় আক্রান্তের পরিবারের তিন সদস্যের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে। হাবরার বাসিন্দা এক তরুণীও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। জানা যায়, তিনিও ফিরেছিলেন স্কটল্যান্ড থেকে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দমদমের এক বাসিন্দার।সূত্রের খবর, করোনা আক্রান্ত নয়াবাদের প্রৌঢ়ের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়াও মিশর এবং ব্রিটেন ফেরত দু’জনের শরীরেও সংক্রমণে নমুনা পাওয়া গিয়েছে।
এই পরিস্থিতিতেও স্বস্তির খবর মিলেছিল আজ সকালে। জানা গেছিল, নভেল করোনা আক্রান্ত প্রথম তিনজনের শরীরে এই মুহূর্তে কোনও সংক্রমণ নেই। এঁদের সকলের চিকিৎসা চলছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। রাজ্যে প্রথম আক্রান্ত তিনজনের দ্বিতীয় বার পরীক্ষায় মিলেছে নেগেটিভ রিপোর্ট।
রাজ্যে প্রথম দিকে পরপর তিন কোভিড-১৯ আক্রান্তরা এখন করোনা সংক্রমণ থেকে মুক্ত। ওই তিন আক্রান্তের শরীর থেকে দ্বিতীয় বার নমুনা সংগ্রহ করে নেগেটিভ রিপোর্ট মিলেছে।
রাজ্যে করোনা আক্রান্ত প্রথম যুবক যিনি সরকারি আধিকারিকের পুত্র, হাবড়ার বাসিন্দা যুবতী এবং বালিগঞ্জের যে যুবক লন্ডন থেকে ফিরে এসেছিলেন তাঁর বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এই তিনজনের শরীর থেকে শুক্রবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার তা পরীক্ষা করা হয়। তিনজনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ রাজ্যে করোনা সংক্রমিতদের যে চিকিৎসা চলছে তা কাজে দিচ্ছে।
0 Response to "রাজ্যে করোনা-পজ়িটিভ আরও এক, শেষ ২৪ ঘণ্টায় এই নিয়ে ৩ জন! আক্রান্ত মোট ২১ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment