‘‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আশ্বস্ত করছি’’: খাদ্য, ওষুধের জোগান নিয়ে অমিত শাহ | বঙ্গ প্রতিদিন
Tuesday, April 14, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার দেশবাসীকে আশ্বস্ত করে জানালেন দেশে খাদ্য, ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং এজন্য কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। একাধিক টুইটের মাধ্যমে এই দাবি করেন তিনি। এদিন সকাল দশটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, ৩ মে পর্যন্ত সময়সীমা বাড়ছে লকডাউনের। এর অব্যবহিত পরেই টুইট করেন অমিত শাহ। তিনি জানিয়ে দেন, ‘‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য, ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী রয়েছে। কোনও নাগরিকের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।''
পাশাপাশি তিনি সকলকে অনুরোধ করেন, আর্থিক ভাবে সমর্থ ব্যক্তিরা যেন দরিদ্র মানুষদের সহায়তায় এগিয়ে আসে।
লকডাউন কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারগুলির সহযোগিতা ও সমন্বয় যেন বজায় থাকে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, ‘‘এখন আমাদের সমন্বয় বাড়াতে হবে যাতে সমস্ত মানুষ লকডাউন ঠিকমতো মেনে চলেন এবং কোনও নাগরিককে প্রয়োজনীয় সামগ্রীর জন্য সমস্যায় পড়তে না হয়।''
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চিকিৎসক, চিকিৎসাকর্মী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি জানান, ‘‘আপনাদের সাহস ও এই অদ্ভুত পরিস্থিতিকে বোঝার ক্ষমতা প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করেছে। সকলের উচিত গাইডলাইন মেনে চলা ও ওঁদের সঙ্গে সমন্বয় সাধন করে চলা।''
এদিন প্রধানমন্ত্রী জানান, দেশে যেভাবে ভাইরাসটির সংক্রমণ হচ্ছে তা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন লকডাউনের সময় বাড়িয়ে ৩ মে পর্যন্ত করে দেওয়ার। আগামী সপ্তাহে কড়াকড়ি আরও বেশি হবে বলে জানান তিনি। পরিস্থিতি খতিয়ে দেখা হবে আগামী ২০ এপ্রিল।
0 Response to "‘‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আশ্বস্ত করছি’’: খাদ্য, ওষুধের জোগান নিয়ে অমিত শাহ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment