-->
প্রথম কিস্তিতে বাংলাকে ৯২৩ কোটি টাকা দিলো কেন্দ্র, বিপর্যয় মোকাবেলা ও রাজস্ব ঘাটতি মেটাতে | বঙ্গ প্রতিদিন

প্রথম কিস্তিতে বাংলাকে ৯২৩ কোটি টাকা দিলো কেন্দ্র, বিপর্যয় মোকাবেলা ও রাজস্ব ঘাটতি মেটাতে | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- বিপর্যয় মোকাবেলা খাতে প্রথম কিস্তিতে বাংলাকে ৯২৩ কোটি টাকা দিলো কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, চলতি আর্থিক বছরের বিপর্যয় মোকাবিলা খাতে প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গকে বরাদ্দ করা হয়েছে। বাংলার জন্য ৫০৫ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চদশ অর্থকমিশনের সুপারিশ অনুযায়ী রাজস্ব ঘাটতি মেটাতে আরও ৪১৭ কোটি ৭৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বাংলাকে। এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও আরো ১৩ টি রাজ্যকে অর্থ বরাদ্দ করে কেন্দ্র।

0 Response to "প্রথম কিস্তিতে বাংলাকে ৯২৩ কোটি টাকা দিলো কেন্দ্র, বিপর্যয় মোকাবেলা ও রাজস্ব ঘাটতি মেটাতে | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads