-->
ফিফার অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ,করোনার জেরে পিছিয়ে গেল  | বঙ্গ প্রতিদিন

ফিফার অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ,করোনার জেরে পিছিয়ে গেল | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- : বিশ্বজুড়ে ত্রাস তৈরি করেছে মহামারী নোভেল করোনাভাইরাস। এবার এই কোভিড ১৯ সংক্রমণের জেরে পিছিয়ে গেল ফিফার অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ। কবে ফের অনূর্ধ্ব- ১৭ মহিলা বিশ্বকাপ হবে সেই ব্যাপারে এখনও নতুন কোনও তারিখ জানায়নি ফিফা কর্তৃপক্ষ।চলতি বছর নভেম্বর মাসে ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ। তবে শনিবার ফিফার তরফে জানানো হয়েছে করোনা আতঙ্কে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে অনুর্দ্ধ-১৭ মহিলা বিশ্বকাপ। নভেম্বরের ২ থেকে ২১ তারিখের মধ্যে দেশের ৫টি জায়গায় হওয়ার কথা ছিল বিভিন্ন ম্যাচ।ফিফা কনফেডারেশনের ওয়ার্কিং গ্রুপ এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তাঁদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে করোনাভাইরাসের জেরে অনূর্ধ্ব- ২০ মহিলা বিশ্বকাপ (পানামা/ কোস্টারিকা) এবং অনূর্ধ্ব- ১৭ মহিলা বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হচ্ছে। 
কোভিড ১৯ আতঙ্ক এবং বিশ্বজুড়ে এই মহামারীর প্রকোপ ও প্রভাব কেমন সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য কিছুদিন আগে ব্যুরো অফ ফিফা কাউন্সিল এই ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছিল। তারাই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত অনূর্ধ্ব- ২০ মহিলা বিশ্বকাপ অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল। আর অনূর্ধ্ব- ১৭ মহিলা বিশ্বকাপ হওয়ার কথা ছিল নভেম্বর মাসে।করোনা সংক্রমণের কারণে এর আগেও একের পর এক প্রতিযোগিতা হয় বাতিল করা হয়েছে, নয়তো পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি এ, বুন্দেশলিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বাতিল হয়েছে। ক্রিকেটেও একের পর এক সিরিজ বাতিল হয়েছে। শুটিং বিশ্বকাপ, উইম্বলডন টুর্নামেন্ট বাতিল হয়ে গিয়েছে। পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিকসও। এবার সেই তালিকায় যুক্ত হল হল ফিফার অনূর্ধ্ব- ১৭ মহিলা বিশ্বকাপ।

0 Response to "ফিফার অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ,করোনার জেরে পিছিয়ে গেল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads