এয়ার ইন্ডিয়ার সমস্ত বুকিং বাতিল ৩০ এপ্রিল পর্যন্ত | বঙ্গ প্রতিদিন
Saturday, April 4, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত বুকিং বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। শুক্রবার এই এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে ১৪ এপ্রিলের পর সরকার কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার জন্যই অপেক্ষা করছে এয়ার ইন্ডিয়া।
প্রসঙ্গত, দেশজুড়ে তিন সপ্তাহ তথা ২১ দিনের জন্য চলছে লকডাউন। ২৫ মার্চ শুরু হয়েছিল এই লকডাউন। করোনাভাইরাস মোকাবিলায় এই লকডাউনের মেয়াদ শেষ হবে ১৪ এপ্রিল। তারপর সরকার নতুন কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে এয়ার ইন্ডিয়ারও।
আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত তাই নিজেদের সমস্ত বুকিং বাতিল করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম। এমনিতেই ১৪ এপ্রিল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সমস্ত উড়ান বন্ধ রয়েছে। যদিও বৃহস্পতিবার সিভিল অ্যাভিয়েশন সেক্রেটারি প্রদীপ সিং খারোলা জানিয়েছিলেন, যেকোনও এয়ারলাইন্স কর্তৃপক্ষ ১৪ এপ্রিলের পরের তারিখের বুকিং নেওয়া শুরু করতে পারে।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৩ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৪৭। কোভিড ১৯ সংক্রমণে এখনও পর্যন্ত ভারতে ৬২ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৬৩ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩২২।
পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। গত ২৪ ঘটায় এই রাজ্যে ৭৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৯।
0 Response to "এয়ার ইন্ডিয়ার সমস্ত বুকিং বাতিল ৩০ এপ্রিল পর্যন্ত | বঙ্গ প্রতিদিন"
Post a Comment