-->
পঞ্চায়েত এলাকার দরিদ্রদের পাশে রাজ্য সরকার, সব জেলায় নির্দেশ পৌঁছল নবান্ন থেকে | বঙ্গ প্রতিদিন

পঞ্চায়েত এলাকার দরিদ্রদের পাশে রাজ্য সরকার, সব জেলায় নির্দেশ পৌঁছল নবান্ন থেকে | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-নবান্ন থেকে শুক্রবার পঞ্চায়েত সচিব এমভি রাও সব জেলা শাসকদের নির্দেশ পাঠিয়েছেন যাতে করে পঞ্চায়েত এলাকাগুলিতে সমন্বয় রেখে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। যারা দিন আনে দিন খায় অবস্থায় আছে তাদের চাল, ডাল, আলু পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পোস্টার লিফলেট বিলি করার জন্য অনুরোধ করা হয়েছে পঞ্চায়েত আধিকারিকদের। নবান্নে একদিকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গোটা রাজ্যের খেয়াল রাখছেন ঠিক সেরকমই প্রতিমুহূর্তে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে গিয়ে সকলকে দায়িত্বভার করে দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ ঢুকতে সদা তৎপর রয়েছেন তিনি।

0 Response to "পঞ্চায়েত এলাকার দরিদ্রদের পাশে রাজ্য সরকার, সব জেলায় নির্দেশ পৌঁছল নবান্ন থেকে | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads