নিঝুম তারাপীঠ, নিয়ম মেনে দেবী তারার নিত্য পুজো করলেন সেবাইত | বঙ্গ প্রতিদিন
Tuesday, April 14, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- বছরের প্রথম দিন। কিন্তু চেনা যাচ্ছে না তারাপীঠকে। সবার মঙ্গল কামনায় প্রতিবছর এই বিশেষ দিনে মন্দিরে উপচে পড়ে ভিড়। নতুন খাতায় পুজো করে নতুন বছরে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। পুজোর ডালিতে নতুন খাতার সঙ্গে সাজানো থাকে লক্ষ্মী ও গণেশের মুর্তি। থিকথিকে ভিড়ে লাইন সামলাতে হিমশিম খান স্বেচ্ছাসেবকরা। কিন্তু আজ অচেনা ছবি তারাপীঠ মন্দিরে।
শুনশান মন্দির চত্বর। নিয়ম মেনে শুধু মাত্র সেবাইত দেবী তারার নিত্য পুজো করছেন। করোনা রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকেই ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তারাপীঠ মন্দিরে। আজ নববর্ষের দিনেও তাই ভক্ত সমাগম হয়নি। মন্দির কমিটির চেয়ারম্যান তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রতি বছর এই দিনে প্রচুর মানুষের সমাগম হয়। সেই ভোর থেকে শুরু হয়ে সা্রাদিন গমগম করে মন্দির চত্বর। কিন্তু এই বছর করোনা সংক্রমণের কারণে মন্দির আগেই বন্ধ করে দিয়েছি আমরা। আজও কেবল গর্ভমন্দিরে মায়ের নিত্য পুজো হয়েছে।’’
বর্ষবরণে দিনে বীরভূমের অন্যতম শক্তিপীঠ কংকালীতলাও নিঝুম। প্রতিবছর এই দিনে ব্যবসায়ীরা যেমন ভিড় জমান, তেমনই শহর বাসিন্দারাও পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে আসেন। এ বার বন্ধ কংকালীতলার মন্দিরও।
বিশ্বভারতী উপাসনা গৃহে নববর্ষের সকালে বৈতালিক এবং মন্ত্রপাঠের মধ্যে দিয়ে বর্ষবরণ হয়। সন্ধেবেলাতেও হয় একাধিক অনুষ্ঠান। এ বার বাতিল হয়েছে সমস্ত অনুষ্ঠান।
0 Response to "নিঝুম তারাপীঠ, নিয়ম মেনে দেবী তারার নিত্য পুজো করলেন সেবাইত | বঙ্গ প্রতিদিন"
Post a Comment