নরেন্দ্র মোদী আসলে ‘সারেন্ডার’ মোদী, চিন ইস্যুতে ফের আক্রমণ রাহুলের | বঙ্গ প্রতিদিন
Monday, June 22, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-নরেন্দ্র মোদী আসলে ‘সারেন্ডার’ মোদী। চিনের সামনে তিনি আত্মসমর্পণ করেছেন। এই ভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লাদাখ ইস্যুতে মোদীকে এর আগেও আক্রমণ করেছেন রাহুল। কিন্তু এবার কটাক্ষ করতে গিয়ে তাঁর নাম বিকৃত করলেন।
প্রথম থেকেই লাদাখে চিনের আগ্রাসন নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর বিরোধীরা। বিশেষ করে রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর নীতি নিয়ে বারবার প্রশ্নে তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক ভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়ে চলেছেন তিনি কেন্দ্রের চিন নীতি নিয়ে। রবিবার সকালেও মোদী বেনজিরভাবে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এদিন ‘জাপান টাইমস’ নামে একটি জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন টুইট করে রাহুল প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার’ মোদী বলে কটাক্ষ করলেন। ‘জাপান টাইমস’-এ প্রকাশিত ওই প্রতিবেদনটিতে ভারতের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
ওই প্রতিবেদনে ভারতের চিন নীতিকে কাঠগড়ায় তুলে ‘জাপান টাইমস’-এর প্রতিবেদক দাবি করেছেন, নরেন্দ্র মোদী চিন সরকারকে তুষ্ট করে চলার চেষ্টা করছেন। সেই প্রতিবেদনকে হাতিয়ার করেই রাহুল গান্ধী দাবি করলেন চিনের কাছে ‘সারেন্ডার’ করেছেন মোদী। অল্পকথার টুইটে প্রাক্তন কংগ্রেস সাংসদ লিখেছেন, “নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার (আত্মসমর্পণ) মোদী।”
গত কয়েকদিন ধরেই লাগাতার প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন রাহুল। যখন চিনা সেনারা ভারতীয় জওয়ানদের উপরে হামলা চালায় তখন কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে ছিল বলেও আক্রমণ শানিয়েছেন এর আগে।
শুক্রবারই লাদাখ ইস্যুতে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের কোনও পোস্ট দখল হয়ে যায়নি। কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকতেও পারেনি।”
শনিবার মোদীর সেই বক্তব্যকেও হাতিয়ার করে আক্রমণ করেন রাহুল। লাদাখে সংঘর্ষ নিয়ে চাঁচাছোলা ভাষায় তোপ দেগে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, ভারতের মাটিতে চিনা সেনার অনুপ্রবেশের কথা অস্বীকার করে আসলে চিনের দাবিতেই সিলমোহর দিচ্ছেন প্রধানমন্ত্রী। চিনের হাতে ভারতের মাটি তুলে দিচ্ছে মোদী সরকার।
0 Response to "নরেন্দ্র মোদী আসলে ‘সারেন্ডার’ মোদী, চিন ইস্যুতে ফের আক্রমণ রাহুলের | বঙ্গ প্রতিদিন"
Post a Comment