২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৫ হাজারের বেশি, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লাখ | বঙ্গ প্রতিদিন
Monday, June 22, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরোলো ৪ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে পনেরো হাজারেরও বেশি মানুষ। সুস্থও হয়েছেন প্রায় ১৪ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ২১ জুন রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪,১০,৪৬১। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,২৭,৭৫৬।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫,৪১৩ জন। মৃত্যু হয়েছে ৩০৬ জনের। আর সুস্থ হয়েছেন ১৩,৯২৫ জন। ভারতে এখন সুস্থতার হার প্রায় ৫৬ শতাংশ (৫৫.৪৯%)।
ভারতের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৮,২০৫। কোভিড সংক্রমণে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৮৪ জনের। আর সুস্থ হয়েছেন ৬৪,১৫৩ জন।
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬,৮৪৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭০৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩১,৩১৬ জন।
ভারতের কোভিড পরিসংখ্যানে তৃতীয় এখানে রয়েছে রাজধানী শহর দিল্লি। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬,৭৪৬ জন। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে দিল্লিতে মৃত্যু হয়েছে ২১১২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩১,২৯৪ জন।
চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমের রাজ্য গুজরাত। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৬,৬৮০। সংক্রমণে মৃত্যু হয়েছে ১৬৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮,৬৯৪ জন।
ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৬৯,৪৯১। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ৫৮,০৬৮। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ২৪,৮২৫। দিল্লি এবং গুজরাতে যথাক্রমে অ্যাকটিভ কেস ২৩,৩৪০ এবং ৬৩৪৮।
0 Response to "২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৫ হাজারের বেশি, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লাখ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment