-->
আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর, আগামী সপ্তাহে বিস্তারিত সূচি, জানিয়ে দিলেন ব্রিজেশ পটেল | বঙ্গ প্রতিদিন

আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর, আগামী সপ্তাহে বিস্তারিত সূচি, জানিয়ে দিলেন ব্রিজেশ পটেল | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-টি ২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা হওয়ার পরেই আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়ে দিয়েছিলেন, সেপ্টেম্বর মাসেই শুরু হতে চলেছে আইপিএল। এদিন টুর্নামেন্ট শুরুর তারিখ ও ফাইনালের তারিখ ঘোষণা করে দিলেন ব্রিজেশ পটেল। জানালেন ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। চলবে ৫১ দিন। ৮ নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল।
শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে ব্রিজেশ পটেল বলেন, “খুব শিগগির গভর্নিং কাউন্সিল বৈঠকে বসবে। তবে আমরা সূচি মোটামুটি ঠিক করে ফেলেছে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ পুরো ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। সরকারের তরফে এই ব্যাপারে অবশ্য অনুমতি আসা বাকি রয়েছে।”
শুরু ও শেষের দিন ঠিক হয়ে গেলেও এখনও পুরো সূচি প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে বোর্ডের তরফে মোটামুটি একটা খসড়া সূচি তৈরি হয়ে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজিদের কাছে তা পাঠানো হয়েছে। তারপর আগামী সপ্তাহে গভর্নিং কাউন্সিলের বৈঠকে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আগামী সপ্তাহেই আইপিএলের সূচি প্রকাশিত হবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।
সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট হলেও একটা নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সব ফ্র্যাঞ্চাইজিকে। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বা এসওপি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিজেশ পটেল। তারপর তা সংযুক্ত আরব আমিরশাহী সরকারের কাছে পাঠানো হবে। পটেল বলেন, “আমরা কয়েক দিনের মধ্যে একটা এসওপি তৈরি করে ফেলছি। আমরা এই বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহী সরকারকে চিঠিও লিখেছি। তাদের এই এসওপি পাঠিয়ে দেওয়া হবে। মাঠে দর্শকদের অনুমতি দেওয়া হবে কিনা সেই বিষয়ে আমিরশাহী সরকার সিদ্ধান্ত নেবে। তবে সামাজিক দূরত্ব মেনে চলা হবে।”
আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে তিনটি মাঠ রয়েছে। একটি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, একটি আবু ধাবিতে জায়েদ স্টেডিয়াম ও তৃতীয়টি শারজা গ্রাউন্ড। এছাড়া আইসিসি অ্যাকাডেমির দুটি বড় ক্রিকেট গ্রাউন্ড রয়েছে। তাছাড়া ৩৮টি টার্ফের পিচ, ৬টি ইন্ডোর পিচ ও ৫৭০০ বর্গফুটের একটি আউটডোর গ্রাউন্ডও রয়েছে। এগুলি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের ট্রেনিংয়ের জন্য ব্যবহার করার অনুমতি চেয়েছে বিসিসিআই।
এই মুহূর্তে দুবাইয়ের প্রোটোকল অনুযায়ী, যদি কারও কাছে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকে, তাহলে তাঁকে কোয়ারেন্টাইনে থাকার কোনও প্রয়োজন নেই। যদি কারও কাছে রিপোর্ট না থাকে, তাহলে তাঁদের নমুনা পরীক্ষা করতে হবে। এখন দেখার স্বাস্থ্যবিধি নিয়ে আমিরশাহী সরকার কী জানায় বোর্ডকে।

0 Response to "আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর, আগামী সপ্তাহে বিস্তারিত সূচি, জানিয়ে দিলেন ব্রিজেশ পটেল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads