-->
করোনার ধাক্কা সামলে ওঠার আগেই বড় ভূমিকম্প চিনে! কাঁপল নেপালও...  | বঙ্গ প্রতিদিন

করোনার ধাক্কা সামলে ওঠার আগেই বড় ভূমিকম্প চিনে! কাঁপল নেপালও... | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-প্রাণঘাতী করোনাভাইরাসের ধকল সামলে উঠতে না উঠতেই এবার ভূমিকম্প চিনে। নেপাল সীমান্তের কাছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শুক্রবার এই ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে।

চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ওই কম্পনটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের ২৮ দশমিক ৬৩ ডিগ্রি উত্তর ও ৮৭ দশমিক ৪২ ডিগ্রি পূর্ব অক্ষাংশে। এছাড়া ভূমিকম্পের উৎপত্তি হয়েছে কেন্দ্রস্থলের ১০ কিলোমিটার ভূ-গভীরে।

তিব্বতের স্থানীয় সরকার বলছে, মাউন্ট এভারেস্টের কাছে তিব্বতের জিগ্যাজে শহরের টিঙ্গরি কাউন্টিতেও অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে টিঙ্গরি কাউন্টি কেঁপে ওঠে। তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি -ধ্বংস হয়নি। চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ভূমিকম্পকবলিত শহর ও গ্রামে সরকারি কর্মকর্তাদের পাঠিয়েছে টিঙ্গরি কাউন্টি সরকার।

টিঙ্গরির সঙ্গে নেপালের দক্ষিণাঞ্চলের সীমান্ত রয়েছে। এই কাউন্টির অধিকাংশ এলাকাই মাউন্ট এভারেস্ট ন্যাশনাল নেচার রিজার্ভের তত্ত্বাবধানে রয়েছে। সিনহুয়া বলছে, ভূমিকম্পের পরপরই কেন্দ্রস্থলে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও ৯ জন কর্মীকে মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের আরও শতাধিক কর্মী ও কয়েক ডজন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

তিব্বতের এই ভূমিকম্প নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের বেশ কয়েকটি জেলায় অনুভূত হয়েছে। নেপালের জাতীয় ভূ-তাত্ত্বিক সংস্থা বলছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিটে কাঠমান্ডতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

0 Response to "করোনার ধাক্কা সামলে ওঠার আগেই বড় ভূমিকম্প চিনে! কাঁপল নেপালও... | বঙ্গ প্রতিদিন "

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads