করোনার সতর্কবার্তা গোটা ভারত! দেশবাসীকে সতর্কবার্তা বলি-তারকাদের | বঙ্গ প্রতিদিন
Friday, March 20, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-দিন যত এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে মানুষের মনে দানা বিঁধছে আতঙ্কও। সেই আতঙ্ক থেকে বাদ যাননি মন্ত্রী থেকে সেলেব্রিটিরাও। দেশবাসীকে করোনা প্রসঙ্গে নানাভাবে সচেতন করার চেষ্টা চালাচ্ছে সরকার। তৈরি হয়েছে হেল্প ডেস্ক ও প্রচার কেন্দ্র। তবুও মানুষ মন থেকে সংশয় যাচ্ছে না।
এবার দেশবাসীকে করোনাভাইরাস নিয়ে সচেতন থাকার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে এলেন বলিউডের সেলেব্রিটিরা। করোনা মোকাবিলায় নিজেদের সচেতন ও সতর্ক থাকার বার্তা জানিয়ে এদিন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন আলিয়া ভাট।
Be careful and stay safe, for yourself and your family @CMOMaharashtra @mybmc#RohitShetty @RSPicturez
608 people are talking about this
সামান্য কিছু বেসিক সচেতনতা ও সতর্কতা মেনে চললেই আপনি করোনা থেকে দূরে থাকবেন। আর সেই বার্তা দিতেই এগিয়ে এসেছেন কার্তিক আরিয়ান, অনিল কাপুর, মাধুরী দীক্ষিতের মতো তারকারা।
#CoronaStopKaroNa
My Appeal in my Style
Social Distancing is the only solution, yet @narendramodi we are with you Sir !!
45.4K people are talking about this
প্রয়োজন না হলে বাইরে না বের হবেন না, বার বার ভালোভাবে হাতে সাবান দিন, হাঁচি বা কাশি হলে ন্যাপকিন বা রুমাল বা টিসু ব্যবহার করুন, অ্যালকোহল-বেসড স্যানিটাইজার ব্যবহার করুন, অসুস্থ মানুষের থেকে এক মিটার দূরত্ব বজায় রাখুন, নিজে অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিন। এমনই সতর্কপূর্ণ বার্তা গিয়েছেন রণবীর কাপুর, শিল্পা শেট্টি, বিরাট কোহলি ও অনুষ্কা কাপুর।
প্রসঙ্গত, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। মৃত বেড়ে পাঁচজন। সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজারেরও বেশি। গোটা দুনিয়ায় করোনাভাইরাস অতিমারীর রূপ ধারণ করেছে। ফলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিজেদের সুরক্ষার ব্যাপারে বেশি নজর রাখতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন বলি-তারকারা।
0 Response to "করোনার সতর্কবার্তা গোটা ভারত! দেশবাসীকে সতর্কবার্তা বলি-তারকাদের | বঙ্গ প্রতিদিন"
Post a Comment