-->
নাগরিকত্ব আইনের প্রতিবাদ: উত্তরপ্রদেশে গুলি চালিয়েছে পুলিশ, প্রমাণ মিলল ভিডিওয়  | বঙ্গ প্রতিদিন

নাগরিকত্ব আইনের প্রতিবাদ: উত্তরপ্রদেশে গুলি চালিয়েছে পুলিশ, প্রমাণ মিলল ভিডিওয় | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- উত্তরপ্রদেশে গুলিতে মৃত্যু নিয়ে পুলিশ বারবারই বলে আসছে যে, বিক্ষোভকারীদের নিজেদের ছোড়া গুলিতেই তাদের মৃত্যু হয়েছে। কিন্তু কানপুরের একটি ভিডিও ক্লিপিংয়ে দেখা গেছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের উপরে পুলিশ গুলি চালাচ্ছে। একটি সংবাদমাধ্যম এই দাবি করেছে। যদিও দ্য ওয়াল এই দাবির সত্যতা যাচাই করে দেখেনি।
নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ব্যাপক ভাবে আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে। সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। এ পর্যন্ত গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্য পুলিশ দাবি করেছে, পুলিশ একটিও গুলি চালায়নি। শনিবার কানপুরে নতুন করে বিক্ষোভ শুরু হয়, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের।

কানপুরে শনিবার যে সংঘর্ষ হয়েছিল, তার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তাতে দেখা গেছে রিভলভার থেকে পুলিশকে গুলি চালাতে।  শনিবার কানপুরে নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধেছিল প্রতিবাদকারীদের। সেই সংঘর্ষের একটি ভিডিওতে দেখা গেছে গুলি চালাচ্ছে পুলিশ।
ভিডিওটিতে দেখা গেছে, ওই পুলিশকর্মী সেফটি জ্যাকেট ও হেলমেট পরে রয়েছেন। তাঁর এক হাতে লাঠি ও অন্য হাতে রিভলভার ধরা রয়েছে। তিনি একটি কোনায় চলে যান, সেখান থেকেই গুলি চালান।
তবে শনিবারও গুলি চালানোর কথা অস্বীকার করেছিল পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং শনিবারও বলেছিলেন, “আমরা একটা গুলিও চালাইনি।” এমনকি গুলি চালানোর প্রমাণ পেলে বিভাগীয় তদন্তের কথাও তিনি বলেছিলেন।
অন্য এক পুলিশ আধিকারিক দাবি করেছিলেন, প্রতিবাদীরাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, অন্তত ৫৭ জন পুলিশকর্মী হিংসাত্মক প্রতিবাদে আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত হয়েছেন। সব মিলিয়ে ২৬৩জন পুলিশকর্মী আহত হয়েছেন।
উত্তরপ্রদেশ পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) প্রবীন কুমার বলেন, “চারশোরও বেশি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে। এ থেকে প্রমাণ হয় যে, প্রতিবাদকারীরা দেশি বন্দুক থেকে গুলি চালিয়েছিল। তাতে তাদের নিজেদের লোকের পাশাপাশি নিরীহ লোকেরও মৃত্যু হয়।”
উত্তরপ্রদেশে শুক্রবারে বিভিন্ন জায়গায় প্রতিবাদে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল। ১৩টি জেলায় বিভিন্ন জায়গায় নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছিল শুক্রবার। এই জায়গাগুলি হল: সাহারানপুর, দেওবাঁদ, সামলি, মুজফফরনগর, মিরাট, গাজিয়াবাদ, হাপুর, সম্ভল, আলিগড়, বাহারাইচ, ফিরোজাবাদ, কানপুর, ভাদোহী ও গোরক্ষপুর।

0 Response to "নাগরিকত্ব আইনের প্রতিবাদ: উত্তরপ্রদেশে গুলি চালিয়েছে পুলিশ, প্রমাণ মিলল ভিডিওয় | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads