
ভারতীয় রেলে আসছে জিওর নেটওয়ার্ক | বঙ্গ প্রতিদিন
Monday, December 23, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আগামী দিনে রেলর টাওয়ার ব্যবহার করবে জিও রিলায়েন্স। ইতিমধ্যেই এনিয়ে কথা বার্তা শুরু হয়ে গিয়েছে। ২০২০ সালের শুরু থেকেই মিলতে পারে বড় সুবিধা। মিলবে ট্রেন সফরে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক।
খবরে প্রকাশ, রেলের পরিকাঠামো ব্যবহার করে পরিষেবা দেবে রেল। রেলের ৯০০ সিগন্যাল টাওয়ার রয়েছে ৬৭ হাজার ৩৬৮ কিলোমিটার পথে। আর সেই পথে নিরবিচ্ছিন্ন মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা দিতে হাত মেলাচ্ছে রেল এবং জিও।
এতদিন টেলিকম পরিষেবা বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন সংস্থা সড়কপথের দিকেই বেশি নজর দিত। এবার জিও রেলপথকে নজরে আনছে। এখনও পর্যন্ত দেশের রেলসফরে ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যায় না। এই অভিযোগ যেমন যাত্রীদের তেমনই রেলেরও। এবার তাই সরকারি সংস্থা রেলটেলকে জিওর সঙ্গে এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।
এর ফলে রেলের খরচও কমবে। এখন টেলিসংযোগের জন্য বছরে মোটামুটি ১০০ কোটি টাকা খরচ হয় রেলের। এবার জিও রেলের টাওয়ার ব্যবহার শুরু করলে রেলের খরচ ৩৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর উপরে রেল টেলি-সংযোগ বাড়াতে ৭৭ হাজার ৯১২ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। যদিও সেই প্রকল্প এখনও নীতি আয়োগের ছারপত্র পায়নি।
0 Response to "ভারতীয় রেলে আসছে জিওর নেটওয়ার্ক | বঙ্গ প্রতিদিন "
Post a Comment