রাজ্যে তৃতীয় করোনা আক্রান্ত, ভাইরাস মিলল স্কটল্যান্ড ফেরত ছাত্রীর শরীরে | বঙ্গ প্রতিদিন
Saturday, March 21, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তিনজন। এবার ভাইরাস মিলল স্কটল্যান্ড থেকে আসা এক ছাত্রীর শরীরে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ওই ছাত্রী।
জানা গিয়েছে, ওই তরুণী উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। কয়েক দিন আগেই স্কটল্যান্ড থেকে ফেরেন তিনি। তারপরেই তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। হাবড়া হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয় তাঁকে। শুক্রবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় ওই তরুণীকে। সন্ধেবেলা তাঁর লালারসের নমুনা যায় নাইসেডে। রাতে রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদেরও লালারস পরীক্ষা করে দেখা হবে। এই নিয়ে রাজ্য করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এই প্রথম জেলায় কারও শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেল। কলকাতা ছাড়িয়ে এবার জেলায় করোনা ভাইরাসের জীবাণু মেলায় চিন্তিত প্রশাসন।
এর আগে আরও দুই তরুণের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। ওই দুই তরুণই কয়েক দিন আগে লন্ডন থেকে ফিরেছেন। প্রথম তরুণ বাইপাসের ধারের এক আবাসনের বাসিন্দা। নবান্নের এক উচ্চপদস্থ আমলার ছেলে ওই তরুণ লন্ডন থেকে ফিরেছিলেন ১৫ মার্চ। কিন্তু বিমান থেকে নেমে পরীক্ষা করাননি তিনি। ১৭ মার্চ বেলেঘাটা আইডিতে গিয়ে পরীক্ষা করালে তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। এই ঘটনার পরে তাঁর বাবা, মা, ড্রাইভার, পরিচারিকাদেরও আইসোলেশনে রাখা হয়েছে।
দ্বিতীয় তরুণ কলকাতার বালিগঞ্জের এক অভিজাত আবাসনের বাসিন্দা। তিনি গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন। নিজেকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখলেও তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। শুক্রবার তাঁর পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁকেও রাখা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।
0 Response to "রাজ্যে তৃতীয় করোনা আক্রান্ত, ভাইরাস মিলল স্কটল্যান্ড ফেরত ছাত্রীর শরীরে | বঙ্গ প্রতিদিন"
Post a Comment