ইউটিউবে ভিডিয়ো দেখে ডেলিভারি করার চেষ্টা! গ্রেফতার যুবক, সংকটে প্রেমিকা | বঙ্গ প্রতিদিন
Friday, March 20, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-থ্রি ইডিয়টসের ক্ল্যাইম্যাক্সের দৃশ্য মনে আছে ! কলেজের হোস্টেলের কমন রুমে শিশুর ডেলিভারির ঘটনাটি। চেন্নাইয়ের একটি ঘটনা ঘটেছে, কতটা সিনেমার সেই দৃশ্যের মতোই। তবে সিনেমা সিনেমাই হয়। কিন্তু বাস্তবে ওই ঘটনা সত্যিই মারাত্মক বিপদ ডেকে আনবে জীবনে। প্রেমিকার প্রসব যন্ত্রণা নিজেই সহ্য করতে পারছিলেন না প্রেমিক। তাই গোপনে তাঁকে সাহায্য করার জন্য ইউটিউবের ভিডিয়ো দেখে নিজেই নিজেদের সন্তানের ডেলিভারি করেন। এরপরই চেন্নাইয়ের হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছে প্রেমিকা।
পুলিশ জানিয়েছে, ১৯ বছরের যুবতী কলেজের পড়ুয়া। ২৭ বছরের যুবক পেশায় গ্যাস সিলেন্ডার ডেলিভারি বয়।দুজনেরই বাড়ি চেন্নাইয়ের পোন্নেরি গ্রামে। বেশ কয়েকবছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে রয়েছে। বুধবার,আট মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীর প্রসব বেদনা উঠে। গোপনে সন্তান প্রসব করার জন্য ওই তরুণীকে বাইকে করে চেন্নাইয়ে তাঁদের গ্রামের বাইরে একটি কাজু বাগানে নিয়ে আসে ওই যুবক। সঙ্গে আনেন সার্জিক্যাল গ্লাভস ও ব্লেডস।
শিশুকে প্রসব করানোর আগে সে ভালোভালে ইউটিউবে কিছু ভিডিয়ো দেখেন। ভিডিয়োতে দেখা যায়, ডেলিভারির সময় মায়ের দেহ থেকে প্রথমে শিশুটির মাথা বের হয়। কিন্তু কার্যক্ষেত্রে শিশুটির হাত বেরিয়ে এলে ঘাবড়ে যায় সে। ফের ইউটিউবে ডেলিভারির সময় হাত বেরিয়ে এলে কী করতে হবে, তার ভিডিয়ো দেখেন। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে হাত টেনেই জোর করে শিশুটিকে বের করার চেষ্টা করেন। অন্যদিকে মহিলার দেহ থেকে অতিরিক্ত রক্তপাত শুরু হয়। ওই তরুণীকে নিয়ে ১২ কিমি বাইকে চাপিয়ে পোন্নেরির হাসপাতালে ভর্তি করেন।
তরুণীর অবস্থা দেখে অবাক হয়ে যান চিকিত্সকরা। তড়িঘড়ি তাঁকে রোয়াপুরামের সরকারির মেটারনিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে ডাক্তাররা অপারেশন করে তরুণীর ডেলিভারি করেন। জন্ম দেন মৃত পুত্রসন্তানের। তবে ওই তরুণীর শরীর থেকে অতিরিক্ত রক্তপাত হয়েছে। ফলে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি দুই পরিবারের মধ্যে কেউই নাকি জানতেন না। তাঁদের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
0 Response to "ইউটিউবে ভিডিয়ো দেখে ডেলিভারি করার চেষ্টা! গ্রেফতার যুবক, সংকটে প্রেমিকা | বঙ্গ প্রতিদিন"
Post a Comment