বৃষ্টি শুরু কলকাতা-হাওড়া-হুগলিতে, আগামী ৭২ ঘণ্টা ভারী দুর্যোগ বাংলায়, সতর্ক করল আলিপুর
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-রবিবার সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গিয়েছে। ভোর থেকেই আকাশ রয়েছে মেঘলা। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জেলায়। বইছে হাল্কা ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝেঁপে বৃষ্টি শুরু হবে। তুমুল বৃষ্টির সম্ভাবনা সংলগ্ন এলাকা হাওড়া এবং হুগলিতেও।
আজ যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে একথা আগেই জানিয়েছিল আলিপুর। পূর্বাভাস ছিল যে রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ, কাল এবং পরশু অর্থাৎ ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর এই তিনদিন রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হবে। তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় নিরাপত্তার খাতিরে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। এর পাশাপাশি হাওয়া অফিস এও জানিয়েছে যে এই নিম্নচাপ ক্রমশ অবস্থান বদল করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে এবং সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বৃদ্ধি করবে।
আজ, রবিবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬১ শতাংশ এবং সর্বোচ্চ ৯৪ শতাংশ।
আলিপুর জানিয়েছে নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তার খাতিরে ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে চলে গিয়েছেন, তাঁরা যেন ২০ তারিখ বিকেলের মধ্যে ফিরে আসেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে।
নিম্নচাপের ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ফলে সাময়িক ভাবে তাপমাত্রার কিছুটা হেরফের হবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনেরবেলায় ভ্যাপসা-গুমোট গরম অনুভূত হতে পারে।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী আজ মূলত উপকূলীয় জেলা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সংলগ্ন এলাকা কলকাতা-হাওড়া-হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব জেলাগুলিতে ভোর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা।
এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরেও। উত্তরবঙ্গে এমনিতেই গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে নদীতে জলের মাত্রা বেড়েই গিয়েছে। তার মধ্যে নতুন করে নিম্নচাপের ফলে বর্ষণের জন্য উত্তরের নদীগুলিতে জলের পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আলিপুর। এছাড়াও হাওয়া অফিসের পূর্বাভাস যে নাগাড়ে বৃষ্টির ফলে দার্জিলিং এবং কালিম্পঙে ভূমিধ্বস হতে পারে।
0 Response to "বৃষ্টি শুরু কলকাতা-হাওড়া-হুগলিতে, আগামী ৭২ ঘণ্টা ভারী দুর্যোগ বাংলায়, সতর্ক করল আলিপুর"
Post a Comment