কেকেআরই ফেভারিট আজ, কিন্তু কার্তিক কোথায় ব্যাটিং করবে
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আজ বুধবার আমার মন বলছে কেকেআরই জিতবে। আবেগ দিয়ে নয়, আমি বলছি যুক্তি দিয়েই। জানি, অনেকে বলবেন মুম্বইয়ের তো অতীত রেকর্ড ভাল কলকাতার বিপক্ষে ম্যাচে। ২৫ বারের সাক্ষাতে মুম্বই জিতেছে ১৯ বার, আর বাকি ছয়বার কেকেআর। তা হলে মুম্বই পিছিয়ে কোন যুক্তিতে?
আমি বলতে চাই যেহেতু কেকেআর দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি। এবং অনেক বেশি ম্যাচ উইনার, সেক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্টে তারাই এগিয়ে থাকে। আবার এও বলব, গতকাল রাজস্থানের জয় যেমন অপ্রত্যাশিতভাবে ঘটেছে, তেমনি কেকেআর যদি হারেও তা হলেও বলব অঘটনই ঘটেছে।
ক্রিকেট সব সম্ভব। দিন রাতারাতি রাত হয়ে যায়, আবার রাত কেটে কখন যে দিন চলে আসবে, কেউ জানে না। আমার একটাই কথা, এই ম্যাচে কেকেআর টিম ম্যানেজমেন্ট কিভাবে আন্দ্রে রাসেলকে ব্যবহার করছে, তারওপর সবটা নির্ভর করছে। রাসেলকে ১০ ওভার খেলতে দিতে হবে, তাতে যদি আগে নামাতে হয়, তাই করো। গতবারের মতো গোঁ ধরে বসে থেক না, তাতে দলের ক্ষতি। এটাই ক্যাপ্টেন দীনেশ কার্তিকের উদেশ্যে বলতে চাই। তোমার দলে যখন ম্যাচ উইনার রয়েছে, তাকে বেশি ব্যবহার করতেই হবে।
কেকেআর দলে দুইজন বিশ্বসেরা স্পিনার রয়েছে, সুনীল নারিন ও কুলদীপ যাদব। যারা জানে কিভাবে ম্যাচের রং বদল করতে হয়। এমনকি দলে তিনজন পেসারও ভাল, অভিজ্ঞ। প্যাট কামিন্স, রাসেল, প্রসিদ্ধ কৃষ্ণের মতো বোলাররা এই মঞ্চে সেরা হতেই পারে। তারপর ইয়ন মরগ্যান, নারিন, শুভমান গিল, নীতিশ রানা, রাসেলের মতো দক্ষ ব্যাটসম্যানরা যে কোনও দিন বিপক্ষকে ছারখার করে দিতে পারে।
আমি অবশ্য সংশয়ে রয়েছি কার্তিককে নিয়ে। ও কোথায় নামবে, সেটি নিয়েই ভাবছি। কারণ ছয় নম্বর পর্যন্ত জায়গায় নেই। আমি জানি না, কার্তিক কতদিন দলে থাকতে পারবে। যদি থাকতেই হয়, দারুণ কিছু করতে হবে। তিনে নামতে হবে, নয়ে ছয়ে, কিন্তু রাসেলই তো তিনে আসবে, তা হলে? কার্তিককে ঠিক করতে হবে কেকেআর দলে ও কিভাবে ফিট করবে। কারণ মরগ্যান ওর ঘাড়ে শ্বাস ফেলছে, জানি না কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়।
তবুও বলব, কাগজে কলমে কেকেআর এগিয়ে। এখন যদি মুম্বইয়ের হয়ে রোহিত, কিংবা পোলার্ড দারুণ কিছু করে দিল, সেটা আলাদা ব্যাপার। আর আবুধাবির উইকেট যা তাতে ১৭০-১৮০ রান করলেই যথেষ্ট। তা হলেই জয়ের সুবাস পাবে দলগুলি।
0 Response to "কেকেআরই ফেভারিট আজ, কিন্তু কার্তিক কোথায় ব্যাটিং করবে"
Post a Comment