-->
মুম্বই জুজু কাটাতে মরিয়া নাইট শিবির, মরগ্যান- রাসেলই তুরুপের তাস দীনেশ কার্তিকের

মুম্বই জুজু কাটাতে মরিয়া নাইট শিবির, মরগ্যান- রাসেলই তুরুপের তাস দীনেশ কার্তিকের

 



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-পরিসংখ্যান বলছে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে যখনই পড়েছে কলকাতা নাইট রাইডার্স, বেশিরভাগ ক্ষেত্রেই হারের মুখ দেখতে হয়েছে কলকাতার দলকে। নাইটদের অধিনায়কত্ব সৌরভের হাত থেকে গম্ভীর হয়ে দীনেশ কার্তিকে এসে পৌঁছেছে। কিন্তু ছবিটা বদলায়নি। সেই ছবিটা আবু ধাবিতে বদলাতে মরিয়া নাইট ব্রিগেড। আর এই কাজে তাদের তুরুপের তাস হতে চলেছে ইয়ন মরগ্যান ও আন্দ্রে রাসেল।

এখনও পর্যন্ত আইপিএলে ২৫ বার মুখোমুখি হয়েছে কলকাতা ও মুম্বই। ১৯ বার জিতেছে মুম্বই। কলকাতা জিতেছে মাত্র ৬ বার। মুম্বইয়ের জয়ের হার ৭৬ শতাংশ। এই হিসেব দেখেই বোঝা যাচ্ছে, কতটা দাপট দেখিয়েছে মুম্বই। কিন্তু এবার মাঠ আলাদা, পরিবেশ আলাদা। ওয়াংখেড়ের লাল মাটির উইকেটে মুম্বইকে হারানো কঠিন। আবার ইডেন দেখলেই যেন জ্বলে ওঠেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এবার ওয়াংখেড়ে বা ইডেন নয়, খেলতে হবে আবু ধাবিতে।

এবারের আইপিএলে আট দলের মধ্যে একমাত্র মুম্বই ও কলকাতার বেস ক্যাম্প হচ্ছে আবু ধাবি। অর্থাৎ দু’দলই গত প্রায় ২০ দিন ধরে এই মাঠেই অনুশীলন করছেন। সুতরাং পরিবেশ দু’দলেরই চেনা। তা সত্ত্বেও গত ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে রোহিতদের। সেই ম্যাচে করা ভুল শোধরাতে চাইবেন আইপিএলের সবথেকে বেশি ট্রফি জয়ী অধিনায়ক। অন্যদিকে আজকেই প্রথম মাঠে নামছে নাইট রাইডার্স।

তবে কলকাতার দলে এবার কয়েকটা এক্স ফ্যাক্টর রয়েছে। প্রথম অবশ্যই আন্দ্রে রাসেল। গত দুই মরসুম ধরে কলকাতারে সেরা অস্ত্র রাসেল। ব্যাটে-বলে কামাল করেছেন। গত মরসুমেও কলকাতার হয়ে সবথেকে বেশি রান ৫২০ ও সবথেকে বেশি ১১ উইকেট নিয়েছেন রাসেল। এবারও তাঁর একই রকমের পারফরম্যান্স আশা করবে নাইট ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেরকম রান পাননি রাসেল। সেটা আইপিএলে পুষিয়ে নিতে চাইবেন তিনি।

সেইসঙ্গে এবার দলে রয়েছেন মরগ্যান। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক শুধুমাত্র ব্যাট হাতে নয়, নাইট দলের পরিকল্পনাতেও সাহায্য করবেন। দীনেশ কার্তিক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য মরগ্যানের উপর ভরসা করতেই পারেন। এছাড়া মরগ্যানের ব্যাটিং নাইটদের মিডল অর্ডারে কাজে আসতে পারবে। সেইসঙ্গে আবু ধাবির উইকেটে কুলদীপ যাদব ও সুনীল নারিনের স্পিন বল যথেষ্ট কার্যকরী হতে পারে।

অন্যদিকে মুম্বই দল চাইবে প্রথম ম্যাচের হার ভুলিয়ে জয়ে ফিরতে। তবে নাইট রাইডার্সকে মোটেই হাল্কা ভাবে নিচ্ছেন না অধিনায়ক রোহিত শর্মা। কারণ তিনি জানেন, এই ধরনের টুর্নামেন্টে পরিসংখ্যান গুরুত্ব পায় না, গুরুত্ব পায় ম্যাচের দিন কে কতটা ভাল খেলল। তিন ঘণ্টায় কারা স্নায়ু ধরে রেখে নিজেদের সেরাটা দিতে পারল। শেষ হাসি কে হাসবে তার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

0 Response to "মুম্বই জুজু কাটাতে মরিয়া নাইট শিবির, মরগ্যান- রাসেলই তুরুপের তাস দীনেশ কার্তিকের"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads