ফেসবুকে পুলিশ আধিকারিকদের ভুয়ো প্রোফাইল নিয়ে কড়া পদক্ষেপ সিআইডির, জারি বিজ্ঞপ্তি
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ফেসবুকে ভুয়ো প্রোফাইল নিয়ে সমস্যায় পড়ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটিরা। ব্যতিক্রম নন পুলিশ প্রশাসনের কর্তারাও। পুলিশ আধিকারিকদের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে তাঁদের কালিমালিপ্ত করা কিংবা সেই প্রোফাইল ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিকের নামে ভুয়ো প্রোফাইল তৈরি হওয়ার ঘটনা সামনে এসেছে। বেশ কিছু অভিযোগও জমা পড়েছে। আর তারপরেই কড়া পদক্ষেপ নিয়েছে সিআইডি। এই পরিস্থিতিতে পুলিশ আধিকারিকরা কী করবেন, তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সিআইডির তরফে।
শুক্রবার সিআইডির তরফে জারি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন পুলিশ আধিকারিকদের ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে সেগুলি ব্যবহার করে কিছু লোক সাধারণ মানুষকে প্রতারণা ও আরও অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে, এই ধরনের ভুয়ো প্রোফাইলের খবর পেলেই সেই ব্যাপারে নিজের অরিজিনাল প্রোফাইলে সবাইকে সতর্ক করে দিচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিক। এতে সতর্ক হয়ে গিয়ে ভুয়ো প্রোফাইলটি মুছে দিচ্ছে প্রতারক। ফলে তার হদিশ পাওয়া যাচ্ছে না।
এই পরিস্থিতিতে কী করা উচিত তার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে, কোনও আধিকারিক যদি দেখেন তাঁর নামে ভুয়ো প্রোফাইল তৈরি হয়েছে, তাহলে তিনি যেন সঙ্গে সঙ্গে ওই ভুয়ো প্রোফাইলের স্ক্রিনশট ও তার ইউআরএল (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) বা ফেসবুক আইডি নিয়ে নেন। তারপরে সেই স্ক্রিনশট এবং ইউআরএল বা ফেসবুক আইডি নিজের অরিজিনাল প্রোফাইলে প্রকাশ করে সবাইকে সতর্ক করে দিন। শুধু তাই নয়, সেই ইউআরএল বা আইডি, স্ক্রিনশট এবং নিজের অরিজিনাল প্রোফাইলের স্ক্রিনশট একটি নির্দিষ্ট ইমেল আইডিতে ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর আবেদন করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তাহলে এই বিষয়ে তদন্ত শুরু করবে সাইবার ক্রাইম বিভাগ। ইউআরএল বা ফেসবুক আইডি থাকলে দোষীকে বের করা অনেক সহজ হবে।
কয়েক দিন আগেই মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইলের হদিশ মেলে। নিজের অরিজিনাল ফেসবুকের মাধ্যমে তিনি সেই কথা সবাইকে সতর্ক করে দেন। তার সঙ্গেই সাইবার ক্রাইম থানাকে তদন্তের নির্দেশ দেন তিনি। তার আগে মালদহেরই ডেপুটি পুলিশ সুপার শুভতোষ সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেককে মেসেজ পাঠিয়ে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছিল। ওই ঘটনারও তদন্ত করছে জেলার সাইবার ক্রাইম থানা। এভাবে একের পর এক পুলিশ কর্তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন পুলিশকর্তারা। ঘটনার তদন্তে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে সাইবার ক্রাইম বিভাগ। তারপরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে সিআইডির তরফে।
0 Response to "ফেসবুকে পুলিশ আধিকারিকদের ভুয়ো প্রোফাইল নিয়ে কড়া পদক্ষেপ সিআইডির, জারি বিজ্ঞপ্তি"
Post a Comment