অবশেষে গুগল প্লে স্টোরে ফিরল পেটিএম, স্বস্তি গ্রাহকদের
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- অবশেষে গুগল প্লে স্টোরে ফিরে এল পেটিএম। শুক্রবার গুগল প্লে স্টোর থেকে আচমকাই গায়েব হয়েছিল এই অ্যাপ। আতঙ্ক ছড়িয়েছিল গ্রাহকদের মধ্যে। আর্থিক লেনদেনের এই অ্যাপ্লিকেশনের সুরক্ষা নিয়ে উঠেছিল প্রশ্ন। জানা যায়, প্লে স্টোরের কিছু নিয়ম লঙ্ঘন করায় বেশ কয়েক ঘণ্টার জন্য পেটিএম-কে ব্যান বা নিষিদ্ধ করা হয়েছিল। তবে পেটিএম-এর তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় যে সব সমস্যার সমাধান করে দ্রুত প্লে স্টোরে ফিরবে তারা। হয়েছেও তাই। কথা রেখে গুগল প্লে স্টোরে গতকাল সন্ধ্যাতেই ফিরে এসেছে পেটিএম।
গতকাল গুগল প্লে স্টোর থেকে বাদ পড়ার পর পেটিএম কর্তৃপক্ষ জানায় যে, তারা গুগলের সঙ্গে কাজ করে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটিকে পুনরায় প্লে স্টোরে রিস্টোরের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে ইউজারদের অভয়বাণীও দেয় কর্তৃপক্ষ। পেটিএম-এর তরফে জানানো হয়, সমস্ত গ্রাহকের ব্যালেন্স ও লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সুরক্ষিত অবস্থাতেই রয়েছে। এমনকি অন্যান্য অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে পেটিএমের পরিষেবা কার্যকরী রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষে। সেই সঙ্গে এও বলা হয় যে সব সমস্যার দ্রুত সমাধান হবে এবং ক্রেতারা আগের মতোই পেটিএমের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
এদিকে গতকাল গুগল প্লে স্টোর থেকে সাময়িক ভাবে পেটিএম-কে সরিয়ে দেওয়ার পর ‘অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’-র প্রোডাক্ট বিভাগের সহ সভাপতি সুজান ফ্রে নিজের ব্লগে লেখেন যে, গুগল কখনই অনলাইন জুয়া খেলার অনুমোদন দেয় না। আর এই সংক্রান্ত কোনও অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং অ্যাপকে সমর্থনও করে না। সুজান ফরে আরও বলেন যে, যদি কোনও অ্যাপ তার গ্রাহকদের বাইরের অন্য কোনও ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে এবং তার মাধ্যমে গ্রাহকরা কোনও প্রতিযোগিতা থেকে আর্থিক পুরস্কার জেতার সুযোগ পান, তাহলে সেক্ষেত্রেও নীতি লঙ্ঘন হয়েছে বলে ধরে নেওয়া হবে।
প্রসঙ্গত, সদ্যই পেটিএমের তরফে ‘পেটিএম ক্রিকেট লিগ’ চালু করা হয়েছিল। খেলার সঙ্গে বেটিংয়ের মতো বিষয় জড়িয়ে থাকে। অনুমান, এই কারণেই গুগল প্লে স্টোরের তরফে পেটিএমের বিরুদ্ধে নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছিল অ্যাপ্লিকেশনটিকে। তবে নিজেদের কথা রেখে গতকাল সন্ধ্যাতেই ফের গুগল প্লে স্টোরে ফিরে এসেছে পেটিএম অ্যাপ। স্বস্তি পেয়েছেন গ্রাহকরা।
0 Response to "অবশেষে গুগল প্লে স্টোরে ফিরল পেটিএম, স্বস্তি গ্রাহকদের"
Post a Comment