দেশে ৫৫ হাজার করোনা আক্রান্ত একদিনে, সুস্থ হলেন ৫৭ হাজারের বেশি | বঙ্গ প্রতিদিন
Tuesday, August 18, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার কিছুটা হলেও কমেছে। সেই সঙ্গে করোনায় মৃত্যুহারও কমেছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেছে, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৯ জন। দেশে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২৭ লাখ ২ হাজার ৭৪২ জন।
কেন্দ্রের হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। দেশে এখন করোনায় মৃত্যুর সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে।
এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বরের কোনও হেরফের হয়নি। ‘আর নম্বর’ ১.১৬ পয়েন্টেই দাঁড়িয়ে আছে। তবে দিল্লি, মুম্বই ও চেন্নাইতে আর নম্বর একের নিচে নেমে গেছে। দিল্লিতে গত সপ্তাহেও আর নম্বর ছিল ০.৬৮ পয়েন্টে। এখন একের নিচে নেমে যাওয়ায় সংক্রমণ বৃদ্ধির হার তুলনায় কমেছে। মুম্বইতেও তাই। বিশেষত মুম্বইয়ের ধারাভি ও ওরলি বস্তি এলাকায় সুস্থতার হার প্রায় ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় সংক্রমণ ছড়ানোর হার অনেকটাই কমেছে। কনট্যাক্ট ট্রেসিংয়ে করোনা রোগীদের সংস্পর্শে আসাদের দ্রুত চিহ্নিত করে আলাদা করছে বৃহন্মুম্বই পুরনিগমের টাস্ক ফোর্স।
করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আজকের বুলেটিনের ইতিবাচক দিক হল করোনায় মৃত্যুহার আরও কিছুটা কমেছে। গত কয়েকদিন ধরেই স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে আশা জাগছে। মৃত্যুহার ২ শতাংশের নিচে নেমে গেছে। আজকের হিসেবে ১.৯২%। অন্যদিকে, সুস্থতার বেড়েছে অনেকটাই। একদিনে করোনা সারিয়েছেন ৫৭ হাজার ৯৩৭ জন। দেশে এখন কোভিড জয়ীদের সংখ্যা ১৯ লাখ ৭৭ হাজার ৭৭৯ জন। সুস্থতার হার বেড়েছে ৭৩.১৮%।
ভারতে করোনায় মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম। এর কারণ অনেক। স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, দেশে করোনা পরীক্ষা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। কোভিড চিকিৎসায় কী কী ওষুধ ব্যবহার করা হবে, কী থেরাপির প্রয়োগ হবে সেটা জানতে ক্লিনিকাল ম্যানেজমেন্ট প্রোটোকল তৈরি হয়েছে। কোভিড চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি খেয়াল রাখার জন্য তৈরি হয়েছে টাস্ক ফোর্স। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং ও ট্রিটমেন্ট এই তিন ‘টি’ ফর্মুলায় সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দেশজুড়েই।
আইসিএমআরের হিসেবে দেশে এখনও অবধি তিন কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে মোট ৩ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২৬৪টি। গতকাল দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৮৬৪টি, যা এখনও অবধি সর্বাধিক। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, এর পর থেকে প্রতিদিন ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা করা হয়েছে। দেশের মোট ১৪৭৬টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট করা হচ্ছে যার মধ্যে সরকারি ল্যাবরেটরি রয়েছে ৯৭১টি এবং বেসরকারি ল্যাব ৫০৫টি। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট হচ্ছে ৭৫৫টি ল্যাবে, ট্রু্ন্যাট টেস্ট করা হচ্ছে ৬০৪টি ল্যাবরেটরিতে।
0 Response to "দেশে ৫৫ হাজার করোনা আক্রান্ত একদিনে, সুস্থ হলেন ৫৭ হাজারের বেশি | বঙ্গ প্রতিদিন"
Post a Comment