-->
প্রয়াত ‘দৃশ্যম’-এর পরিচালক নিশিকান্ত কামাট

প্রয়াত ‘দৃশ্যম’-এর পরিচালক নিশিকান্ত কামাট




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাট। হায়দরাবাদের গাচ্ছিবউলি-তে এআইজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিচালক। অনেকদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। সোমবার সকালেই পরিচালকের মৃত্যুর গুজব রটেছিল। তবে অভিনেতা রীতেশ দেশমুখ টুইট করে জানিয়েছিলেন সে ভেন্টিলেশন অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন নিশিকান্ত। তবে মারা যাননি তিনি। তখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন পরিচালক। হাসপাতালের তরফেও বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যে শেষ পর্যন্ত গুজবই সত্যি হল। সোমবার বিকেলে টুইট করে নিশিকান্ত কামাটের মৃত্যুর খবর জানিয়েছেন রীতেশই। অভিনেতা লিখেছেন, “বন্ধু তোমায় মিস করব। শান্তিতে থেকো।”
সূত্রের খবর, পরিচালক মিলাপ জাভেরি প্রথম টুইট করে জানান যে মারা গিয়েছেন নিশিকান্ত কামাট। অনুমান সেখান থেকেই এ দিন সকালে পরিচালকের মৃত্যুর খবরের গুজব রটে যায়। যদিও তার কিছুক্ষণের মধ্যেই ফের টুইট করেন মিলাপ। জানান হায়দরাবাদের যে বেসরকারি হাসপাতালে নিশিকান্তের চিকিৎসা চলছে সেখানকার একজনের সঙ্গে তাঁর কথা হয়েছে। নিশিকান্ত কামাট ভেন্টিলেশনে রয়েছে এবং তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তবে তিনি মারা যাননি। নিশিকান্তের জন্য সকলকে প্রার্থনা করার আবেদন জানান তিনি। এর মধ্যেই হাসপাতালের তরফেও বিবৃতি দিয়ে একই কথা জানানো হয়। টুইট করেন অভিনেতা রীতেশ দেশমুখ। তিনিও জানান যে নিশিকান্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।
জুলাই মাসের ৩১ তারিখ হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নিশিকান্ত। গত ১২ অগস্ট হাসপাতালের তরফে একটি বুলেটিনে বলা হয় জন্ডিস এবং তলপেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক। চিকিৎসকরা সেই সময় জানান পরিচালকের অবস্থা সঙ্কটজনক তবে স্থিতিশীল। চিকিৎসকরা আরও জানান যে বছর পঞ্চাশের নিশিকান্ত অনেকদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর লিভারের চিকিৎসাও শুরু হয়। কিন্তু জন্ডিসের সঙ্গে সঙ্গে ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠছিল নিশিকান্তের ক্রনিক রোগ লিভার সিরোসিস।
বলিউডে অন্য ঘরানার ছবির জন্য জনপ্রিয় ছিলেন নিশিকান্ত কামাট। ২০০৮ সালে বলিউডে ডেবিউ করেছিলেন ‘মুম্বই মেরি যান’ ছবির হাত ধরে। কাস্ট করেছিলেন দুই অসামান্য অভিনেতা ইরফান খান এবং আর মাধবনকে। এরপর একে একে অজয়-টাবু অভিনীত ‘দৃশ্যম’, জন আব্রাহামের ‘ফোর্স’ এবং ‘রকি হ্যান্ডসাম’-এ নিজের পরিচালনার দক্ষতায় দর্শকদের নজর কেড়েছিলেন নিশিকান্ত। ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। পরিচালকের সঙ্গে সঙ্গে অভিনেতা হিসেবেও দর্শকদের মন জয় করেছিলেন নিশিকান্ত কামাট। তাঁর পরিচালনায় মালয়ালম ছবির রিমেক ‘দৃশ্যম’ দাগ কেটেছিল দর্শকদের মনে। সম্প্রতি অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর অভিনীত বিক্রমাদিত্য মোতওয়ানির ‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
ইরফান খান অভিনীত ‘মাদারি’ ছবির পরিচালকও ছিলেন নিশিকান্ত কামাট। মারাঠি ছবির জগতেও তাঁর অবদান প্রচুর। মারাঠি ছবি ‘ডোম্বিভালি ফাস্ট’ দিয়েই পরিচালক হিসেবে ডেবিউ হয় নিশিকান্ত কামাটের। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ‘লাই ভারি’ নামের আর একটি মারাঠি ছবির পরিচালনাও করেছেন তিনি। ব্যাপক জনপ্রিয় হয়েছিল এই সিনেমাটিও।

0 Response to "প্রয়াত ‘দৃশ্যম’-এর পরিচালক নিশিকান্ত কামাট "

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads