সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | বঙ্গ প্রতিদিন
Friday, July 31, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় দেড় মাস পর অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তিনি।
এফআইআর-এ কে কে সিং পুলিশকে জানিয়েছেন যে সুশান্তের কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে এমন একটি অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা ট্রান্সফার হয়েছে, যে অ্যাকাউন্ট সুশান্তের নয়। এই ১৫ কোটি টাকা কার অ্যাকাউন্টে গিয়েছে, তার সঙ্গে রিয়া এবং সুশান্তের কী যোগ রয়েছে—–এইসব খতিয়ে দেখতে এ বার তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিহার পুলিশের থেকে সুশান্তের বাবার করা এফআইআর-এর প্রতিলিপি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এখনও আর্থিক তছরুপের কোনও মামলা কারও বিরুদ্ধেই রুজু করা হয়নি। এফআইআর-এর সব কিছু খুঁটিয়ে দেখে তারপরেই বিবেচনা করা হবে।
রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক-সহ মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। পটনার রাজেন্দ্র নগর থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে মুম্বই গিয়ে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। সুশান্তের বাবার করা অভিযোগে রিয়া ও আরও ৫ জনের বিরুদ্ধে চুরি, আত্মহত্যায় প্ররোচনার মতো অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ছ’পাতার এফআইআর দায়ের করেছেন সুশান্তের ৭০ বছর বয়সী বাবা। সেই অভিযোগের পরে দুই ইন্সপেক্টর ও দুই সাব ইন্সপেক্টর মুম্বই গিয়েছেন তদন্তের জন্য। সুশান্তের বাবার তরফে রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনা, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি লিখিয়ে নেওয়া প্রভৃতি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে সুশান্তের এমন আকস্মিক এবং মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী নিজেও। তবে আজ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এস বোবদে জানিয়েছেন, সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত হবে না।বরং পুলিশকে তার কাজ করতে দেওয়া হোক।
0 Response to "সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | বঙ্গ প্রতিদিন"
Post a Comment