-->
ফের ভাঙল রেকর্ড! করোনা সংক্রামিত ৪৬ জন একদিনে মারা গেলেন রাজ্যে, আক্রান্ত ২৪৩৪ | বঙ্গ প্রতিদিন

ফের ভাঙল রেকর্ড! করোনা সংক্রামিত ৪৬ জন একদিনে মারা গেলেন রাজ্যে, আক্রান্ত ২৪৩৪ | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক রোগী বাংলায় মারা গেলেন করোনা সংক্রমণ নিয়ে। সংখ্যাটা ৪৬। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে নতুন করে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যাও সর্বোচ্চ, ২৪৩৪। গত ২৪ ঘণ্টায় অবশ্য সেরেও উঠেছেন ২১৪০ জন রোগী। এমনটাই বলছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন। এর ফলে উদ্বেগ আরও বেড়েছে বই কমেনি। রোজই যেন রেকর্ড ছাড়াচ্ছে সংক্রমণ এবং মৃত্যু।
বুলেটিন বলছে, এভাবে হু হু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৬৯২। মারা গেছেন মোট ১৫৩৬ জন। এঁদের মধ্যে অবশ্য ১৩২৬ জনের শরীরে করোনা সংক্রমণ ছাড়াও অন্য কো-মর্বিডিটি ছিল। মোট সেরে উঠেছেন এ পর্যন্ত ৪৬ হাজার ২৫৬ জন। এই মুহূর্তে করোনার জীবাণু অ্যাকটিভ রয়েছে ১৯ হাজার ৯০০ জনের দেহে। রাজ্যে ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৬৮.৩৩ শতাংশ।
এ দিন ঝাড়গ্রাম ছাড়া সমস্ত জেলা থেকে সংক্রমণের খোঁজ মিলেছে। একমাত্র ঝাড়গ্রামেই যে ২৮ জনের করোনা হয়েছিল, সকলেই সেরে উঠেছেন। কোনও মৃত্যু নেই। নেই কোনও করোনা অ্যাকটিভ রোগীও। সংক্রমণের শীর্ষে যথারীতি রয়েছে শহর কলকাতা। ৭৫০ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এ শহরে। মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৬৯। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। ফলে মোট মৃত্যু হল ৭৩৯ জনের।
কলকাতার পরেই আছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। ৫৭০ এবং ২৬০ জন আক্রান্ত এই দুই জেলায়। মারা গেছেন ১৩ জন এবং ৯ জন। আরও ২ জন করে মারা গেছেন মুর্শিদাবাদ, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুর এবং পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁয়েছে।
এ দিন ১৮ হাজার ৪২টি করোনা টেস্ট হয়েছে রাজ্যে। মোট টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লক্ষ ৭৪ হাজার ৩৯৭। ৫৭টি ল্যাবে হচ্ছে পরীক্ষা, ৮৩টি হাসপাতালে চলছে চিকিৎসা। ৯৪৮টি আইসিইউ বেড রয়েছে রাজ্যে, ভেন্টিলেশন আছে ৩৯৫টি।

0 Response to "ফের ভাঙল রেকর্ড! করোনা সংক্রামিত ৪৬ জন একদিনে মারা গেলেন রাজ্যে, আক্রান্ত ২৪৩৪ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads