-->
বাজার দখলে রাখতে তথ্য চুরি করছে গুগল, প্রশ্নের মুখে সুন্দর পিচাই | বঙ্গ প্রতিদিন

বাজার দখলে রাখতে তথ্য চুরি করছে গুগল, প্রশ্নের মুখে সুন্দর পিচাই | বঙ্গ প্রতিদিন






বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-বিশাল টিভি স্ক্রিনে পর পর ফুটে উঠেছে মুখ। বিশ্বের অন্যতম সেরা চার প্রভাবশালী ব্যক্তিকে প্রশ্নের পর প্রশ্নে বিদ্ধ করে চলেছে মার্কিন কংগ্রেসের বিচার বিভাগীয় সাব-কমিটি। বিশ্বের বাজারে একচেটিয়া আধিপত্য গুগল, ফেসবুক, অ্যামাজন ও অ্যাপলের মতো সংস্থার। বাজার দখলের লড়াইয়ে কোনও অনৈতিক পন্থা নেওয়া হচ্ছে কিনা সবিস্তারে জানতেই ভার্চুয়াল কনফারেন্সে চার সংস্থার সিইও সুন্দর পিচাই, মার্ক জ়াকারবার্গ, জেফ বেজোস ও টিম কুক-কে খুঁটিনাটি প্রশ্ন করে চলেছে বিচারবিভাগীয় কমিটির অ্যান্টি-ট্রাস্ট প্যানেল।
এর আগেও এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিশ্বের প্রভাবশালীদের। গুগল কর্তা সুন্দর পিচাই, ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট কর্তা বিল গেটসকে আগেও তাদের বিশ্বজোড়া ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জবাবদিহি করতে হয়েছে। এবারের অ্যান্টি-ট্রাস্ট কমিটির প্যানেলে আত্মপক্ষ সমর্থন করে জবাব দেন চারজনেই। তবে কনফারেন্সের সব আকর্ষণই ছিল গুগল কর্তা সুন্দর পিচাইকে ঘিরে।
গুগলের বিশ্বজোড়া বাজার। ব্যবসা ফুলেফেঁপে উঠছে। কোটি কোটি গ্রাহক। বাজারে আধিপত্য কায়েম রাখতে তথ্য চুরি করছে গুগল, এমন অভিযোগ তোলেন মার্কিন ডেমোক্র্যাট এবং অ্যান্টি-ট্রাস্ট সাবকমিটির চেয়ারম্যান ডেভিড সিসিলিন। তাঁর বক্তব্য, গুগলের মতো তথ্যপ্রযুক্তির ব্যবসার এত বাড়বাড়ন্ত অথচ সেই ব্যবসা সম্পর্কে সবিস্তারে কোনও তথ্যই নেই মার্কিন ডেমোক্র্যাটদের কাছে। গুগলের সার্চ ইঞ্জিন নিয়ে প্রশ্ন ওঠে। গ্রাহক টানতে অন্য ব্যবসায়ীদের সংস্থার থেকে রিভিউ চুরি করছে গুগল এমন অভিযোগও করেন মার্কিন ডেমোক্র্যাট।
সুন্দর পিচাইকে উদ্দেশ্য করে সরাসরি তোপ দেগে অ্যান্টি-ট্রাস্ট কমিটি প্রশ্ন তোলে, “কীভাবে বাজার দখলে রাখতে অন্য সংস্থার থেকে অনৈতিকভাবে তথ্য চুরি করতে পারে গুগল?” এই প্রশ্নের জবাবে, সুন্দর পিচাই বলেন, গুগলের তথ্য চুরি করার দরকার পড়ে না। গুগলের মতো সংস্থা নিজেদের প্রযুক্তির মান ধরে রাখতে পারে। গুগল কর্তার কথায়, “আমরা আমাদের সেরাটা দিই। নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রেখেছি। গ্রাহকদের মন জিততে অন্য সংস্থার থেকে তথ্য চুরি করার দরকার পড়ে না।”
ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গকে বিজ্ঞাপনী প্রচারের কৌশল নিয়ে প্রশ্ন করা হয়। এর আগেও কেমব্রিজ অ্যানালিটিকা এবং ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে নজরদারি করার অভিযোগে সমালোচিত হয়েছিলেন জুকারবার্গ। বাজার দখলের লড়াইয়ে কোনওরকম অনৈতিক পন্থা নেওয়া হচ্ছে কিনা সে প্রশ্নের মুখে পড়েন অ্যামাজন কর্তা জেফ বেজোসও। তবে তাঁর বক্তব্য, অ্যামাজন তার ব্যবসার বিষয়ে সৎ ও গর্বিত। কোনও ভুলত্রুটির প্রশ্নই ওঠে না।

0 Response to "বাজার দখলে রাখতে তথ্য চুরি করছে গুগল, প্রশ্নের মুখে সুন্দর পিচাই | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads