ভাল খবর: আজ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার গত দেড় মাসে সবচেয়ে কম, টেস্ট হয়েছে সবচেয়ে বেশি | বঙ্গ প্রতিদিন
Sunday, May 10, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকার ধারন করার পর থেকেই দুঃসংবাদের সুনামি আছড়ে পড়েছে। দুনিয়া জুড়ে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ার পাশাপাশি মৃত্যু মিছিলের ছবি ক্রমশ ভারাক্রান্ত করে দিয়েছে মানুষের মন। অনিশ্চয়তার আশঙ্কা চেপে বসতে শুরু করেছে।
করোনা কাঁটা দূর কবে হবে তা এখনও অনিশ্চিত। তবু রবিবাসরীয় সন্ধ্যায় দমকা হাওয়ার মতো ভাল খবরও এল। তা হল, মার্চের শেষ থেকে এখন পর্যন্ত আজ নতুন আক্রান্তের সংখ্যা সবথেকে কম হারে বেড়েছে। মাত্র ৫.৪৯ শতাংশ। গতকাল শনিবার বৃদ্ধির হার ছিল ৫.৮৯ শতাংশ। আর এক সপ্তাহ আগেও তা ছিল ১০ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল দুদিন আগেই বলেছেন, আমাদের করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই চলতে হবে। সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে চলতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল দুদিন আগেই বলেছেন, আমাদের করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই চলতে হবে। সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে চলতে হবে।
এ কথার অর্থ পরিষ্কার। করোনাভাইরাসকে মারার ভ্যাকসিন তথা টিকা এখনও নিশ্চিত ভাবে আবিষ্কার করা যায়নি। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, তারা ভাইরাল প্রোটিনকে ভেঙে দেওয়ার অ্যান্টিবডি বের করে ফেলেছে। তবে তা এখনও দাবিই। পরীক্ষা আরও চলবে। একই ভাবে ইতালির একটি গবেষণা সংস্থার দাবি তারাও ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। উৎপাদন শুরু করে দেবে শিগগির। এ সব আশার কথা ঠিকই। কিন্তু সত্যিকারের কবে টিকা দেওয়া শুরু হবে তার নিশ্চয়তা নেই।
এ হেন পরিস্থিতিতে যদি আক্রান্তের সংখ্যা কম তা ভাল খবর বইকি। বিশেষ করে রবিবার এখনও পর্যন্ত গোটা দেশে সবথেকে বেশি সংখ্যায় টেস্ট হয়েছে। ৫ লক্ষ ১ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে আজ। গতকাল শনিবার ৪ লক্ষ ১৫ হাজার ৯৮০ জনের টেস্ট হয়েছিল। অর্থাৎ গতকালের তুলনায় আজ ৮৫ হাজারের বেশি রোগীর টেস্ট হয়েছে।
টেস্ট বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার বাড়ার কথা ছিল। কিন্তু তা কমেছে। এখনই এই পরিসংখ্যান নিয়ে উপসংহার টানা না গেলেও, তা ভাল খবর বইকি।
ভাল খবর আরও রয়েছে, গত চারদিন ধরে ছত্তীসগড়ে নতুন করে কেউ আক্রান্ত হননি। মিজোরামে যে একজন কোভিড আক্রান্ত হাসপাতালে ভর্তি ছিলেন, তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মিজোরাম করোনাভাইরাস মুক্ত বলে রাজ্য সরকার ঘোষণা করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাল খবর যেন আশা জাগাচ্ছে। তেমনই এই খবর মানুষের মনে সঙ্কল্প আরও মজবুত করতে ইতিবাচক অনুঘটকের ভূমিকা নিলে গোটা দেশের মঙ্গল। তা হল, লকডাউনের মেয়াদ শেষ হলে বা তা শেষ হলেও সামাজিক মেলামেশায় শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। মুখ ঢেকে রাস্তায় বেরোতে হবে। আরও অন্তত কিছুদিন অকারণে রাস্তায় ঘুরে বেরালে চলবে না। সেই সঙ্গে বাড়ির মধ্যে এবং বাড়ির বাইরে সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে।
তাঁদের কথায়, করোনাভাইরাসের সংক্রমণ গোটা দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে, আমরা চাইলে পরিচ্ছন্ন হয়ে চলতে পারি। আমাদের ইচ্ছাশক্তি কাজ করলে যত্রতত্র থুতু না ফেলে, বাড়ির বাইরে নোংরা ফেলে থাকতে পারি। আমরা চাইলেই পরিবেশে দূষণ কমাতে পারি। সেই প্রত্যয় ও দায়িত্ববোধ যত বাড়বে, ততই সমাজ সুরক্ষিত থাকবে সমাজ।
0 Response to "ভাল খবর: আজ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার গত দেড় মাসে সবচেয়ে কম, টেস্ট হয়েছে সবচেয়ে বেশি | বঙ্গ প্রতিদিন"
Post a Comment