-->
BREAKING: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভর্তি করা হল এইমসে, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাঁর | বঙ্গ প্রতিদিন

BREAKING: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভর্তি করা হল এইমসে, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাঁর | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রবিবার রাতে ভর্তি করা হল নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাঁর বুকে হঠাৎ ব্যথা শুরু হয়। সেই সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গও দেখা দেয়। ফলে দেরি না করে তখনই তাঁকে এইমসে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন তা নিয়ে এখনও পর্যন্ত এইমসের তরফে কোনও বুলেটিন প্রকাশ করা হয়নি। তা জানানো হলেই প্রতিবেদনে আপডেট করা হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিংহের করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। সে বার প্রায় ১৪ ঘন্টা ধরে চলেছিল অস্ত্রোপচার। তার পর থেকে সুস্থই ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:ভারতে প্রথম দফায় এলাইজা কিটও তৈরি হয়ে গেল, আইসিএমআরের অনুমোদনে বাজারে আনছে জাইদাস ক্যাডিলা | বঙ্গ প্রতিদিন

২০১৪ সালে ইউপিএ সরকারের পতনের পরেও রাজ্যসভায় সাংসদ ছিলেন মনমোহন। এখনও রাজ্যসভার সাংসদ তিনি। শুধু তাই নয়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তথা কংগ্রেস পার্টির এখনও অন্যতম পরামর্শদাতা তিনি।
জানা গেছে, এদিন হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,  পৌনে ন’টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত কার্ডিও থোরাসিক বিভাগে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা বিশেষ ভাবে নজর রাখছেন তাঁর শারীরিক অবস্থার উপর।

0 Response to "BREAKING: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভর্তি করা হল এইমসে, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাঁর | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads