-->
২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১৫৩ করোনায় আক্রান্ত, মৃত্যু ১৪ জনের, এ পর্যন্ত সর্বাধিক!: স্বাস্থ্য ভবন | বঙ্গ প্রতিদিন

২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১৫৩ করোনায় আক্রান্ত, মৃত্যু ১৪ জনের, এ পর্যন্ত সর্বাধিক!: স্বাস্থ্য ভবন | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার দেখে আশঙ্কা ক্রমেই চড়ছে। শেষ তিন-চার দিনের অঙ্ক বলছে, রোজ গড়ে ১০০ জন করে আক্রান্ত হচ্ছেন রাজ্যে। আজ সব অঙ্ক ছাপিয়ে গেল, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫৩। মারা গেছেন ১৪ জন। আজ, রবিবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৯৩৯।
বুলেটিন বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা যাওয়ার ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ১১৩। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৮৫ জনের।
গত কাল অর্থাৎ শনিবার সন্ধেয় জানা গেছিল, ১০৮ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ১৭৮৬। আজ সেটা বেড়ে হল ১৯৩৯। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৩৭ জনের।
আজকের বুলেটিন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন। গতকাল জানা গেছিল সুস্থ হয়েছেন মোট ৭২ জন। ফলে এ পর্যন্ত রাজ্যে মোট সেরে ওঠা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৭।
পাশাপাশি, বুলেটিনে উল্লেখ রয়েছে, এ পর্যন্ত মোট ৪৩ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা হয়েছে করোনার। আজ সর্বাধিক নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত, সংখ্যাটা ৪০৪৬। ১৮টি ল্যাবে চলছে করোনার পরীক্ষা। রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ৫৯২১ জন।

0 Response to "২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১৫৩ করোনায় আক্রান্ত, মৃত্যু ১৪ জনের, এ পর্যন্ত সর্বাধিক!: স্বাস্থ্য ভবন | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads