কলকাতায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁতে চলল, মৃত্যুর হার যথেষ্ট উদ্বেগজনক | বঙ্গ প্রতিদিন
Sunday, May 10, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-একেবারেই ভাল নেই কলকাতা। রাজ্যের অন্যান্য জায়গায় করোনাভাইরাসের প্রকোপ থাকলেও রাজধানী কলকাতায় তা রীতিমতো উদ্বেগজনক। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহানগরীতে। গত ২৪ ঘণ্টায় শহরে নতুন আক্রান্ত ৩৭ জন। একই সময়ে শহরে মৃত ১০।
রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুধু কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৪৮। আর মৃত ১২৬ জন। এর মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭৪ জন। বাকি ৫২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছাড়াও অন্য অসুখ ছিল।
রাজ্যে যেভাবে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা সত্যিই উদ্বেগজনক। শেষ কয়েকটা দিনের পরিসংখ্যানই বলছে, রোজ গড়ে ১০০ জন করে আক্রান্ত হচ্ছেন। রবিবার সব অঙ্ক ছাপিয়ে গেল। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫৩। মারা গেছেন ১৪ জন। এর মধ্যে আবার কলকাতায় ১০ জন। রবিবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৯৩৯। আর এই আক্রন্তের মধ্যে বেশির ভাগটাই কলকাতায়।
মহানগরে রবিবার সন্ধ্যা পর্যন্ত মোট আক্রান্ত ৯৪৮ জন, মোট সুস্থ হয়েছেন ২০৮ জন, মোট কোভিড-১৯ আক্রান্তের মৃত্যু ৭৪, মোট কোমর্বিডিটি মৃত্যু ৫২, টোটাল অ্যাক্টিভ রোগী ৬১৪।
মৃত্যুও কলকাতাতেই বেশি। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও ১৪ জন মারা গেছেন। এর ফলে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্তের মৃত্যু দাঁড়াল ১১৩। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৮৫ জনের।
আরও পড়ুন
কোভিড গবেষণায় ভারত বায়োটেকের সঙ্গে হাত মেলাল আইসিএমআর, ‘ন্যাজাল ভ্যাকসিন’ সংক্রমণ রুখবে বলে দাবি
বুলেটিন বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা যাওয়ার ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ১১৩। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৮৫ জনের।
করোনায় আক্রান্তের সংখ্যা গোটা দেশেই বাড়ছে। মৃত্যুও বাড়ছে। কিন্তু হিসেব বলছে মৃত্যুর হারে দেশের গড়ের তুলনায় বেশি এই রাজ্যে। আবার কলকাতার পরিসংখ্যান বলছে মৃত্যুর হারে রাজধানীর অবস্থা রাজ্যের গড়ের তুলনাতেও অনেকটা বেশি। ফলে অনেকেই মনে করছেন, কলকাতার ছবিটা শুধু উদ্বেগজনক নয়, যথেষ্ট ভয়েরও।
0 Response to "কলকাতায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁতে চলল, মৃত্যুর হার যথেষ্ট উদ্বেগজনক | বঙ্গ প্রতিদিন"
Post a Comment