-->
বাঙালি নির্যাতন বন্ধ করুন, মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আবেদন ক্ষুব্ধ ‘আমরা বাঙালি’-র | বঙ্গ প্রতিদিন

বাঙালি নির্যাতন বন্ধ করুন, মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আবেদন ক্ষুব্ধ ‘আমরা বাঙালি’-র | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-মেঘালয়ে বাঙালিদের বিরুদ্ধে নির্যাতন সংগঠিত হওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে, ‘আমরা বাঙালি’-র কেন্দ্রীয় কমিটি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সচিব বকুলচন্দ্র রায় মেঘালয়ের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠিয়েছেন।
শুক্রবার কলকাতায় অবস্থিত মেঘালয় হাউসে কর্তব্যরত সুপারিনটেডেন্টের মারফত মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উদ্দেশে প্রেরিত স্মারকপত্রে লেখা হয়েছে, মেঘালয়ে বসবাসকারী বাঙালিরা সেখানকার ভূমিপুত্র। কিন্তু আপনার রাজ্যের কতিপয় সংগঠন কর্তৃক বাঙালি নির্যাতন, খুন এবং বিতাড়নের মতো জঘন্য কাণ্ড সংগঠিত হচ্ছে। আমরা বাঙালি এই অমানবিক কার্যকলাপকে নীরবে সহ্য করবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে স্মারকপত্রে।
সংগঠনের পক্ষে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছে, মেঘালয়ে বসবাসকারী বাঙালিদের জীবন, সম্পত্তি ও অধিকার রক্ষার জন্য যথোপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করুন। মেঘালয়ে বাঙালি জনগোষ্ঠীকে বিতাড়নের যে জঘন্য কার্যকলাপ চলছে তার তীব্র নিন্দা জানিয়ে স্মারকপত্রে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করা হয়েছে, মেঘালয়ের বৃহৎ অংশ বাংলার মাটি, ঐতিহাসিক বাংলার ভূখণ্ডের এলাকা যেখানে বাঙালি জনগোষ্ঠীর উদ্ভব উৎপত্তি আবির্ভাব ও বিকাশ হয়েছে। মেঘালয়ের অন্যান্যদের সঙ্গে একাত্ম অনুভবের মাধ্যমে বাঙালি জনগোষ্ঠী রাজ্যের অর্থনৈতিক, সাংস্কৃতিক উন্নতিকে ত্বরান্বিত করার এক অগ্র-পথিক। সেই সব দিক পর্যালোচনা করে অবিলম্বে মেঘালয়ে বাঙালি নির্যাতন বন্ধ করার জোড়ালো দাবি জানিয়েছে আমরা বাঙালি। স্মারকপত্র প্রদানের আগে মেঘালয় হাউসের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালির কর্মকর্তারা।

0 Response to "বাঙালি নির্যাতন বন্ধ করুন, মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আবেদন ক্ষুব্ধ ‘আমরা বাঙালি’-র | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads