-->
ডান্ডি অভিযানের ৯০তম বর্ষপূর্তিতে সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা করবে কংগ্রেস  | বঙ্গ প্রতিদিন

ডান্ডি অভিযানের ৯০তম বর্ষপূর্তিতে সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা করবে কংগ্রেস | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-জাতির জনক মহাত্মা গান্ধীর ৯০তম ডান্ডি অভিযানের বর্ষপূর্তি পালন করবে কংগ্রেস। এই উপলক্ষ্যে ১২ মার্চ গুজরাটের আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গান্ধী সন্দেশ যাত্রা শুরু করবে কংগ্রেস। ৬ এপ্রিল ডান্ডিতে গিয়ে এই পদযাত্রা শেষ হবে।
ডান্ডি অভিযানের ৯০ বর্ষপূর্তি উপলক্ষ্যে কংগ্রেসের ২৭ দিন ব্যাপী গান্ধী সন্দেশ যাত্রা কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধী, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এ ছাড়াও কংগ্রেসশাসিত রাজ্যগুলির সকল মুখ্যমন্ত্রী এই পদযাত্রায় অংশগ্রহণ করবে।
রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অমিত ছাবরা জানিয়েছেন, সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ডান্ডি অভিযানের ৯০ বর্ষপূর্তি উপলক্ষ্যে সবরমতীর থেকে পদযাত্রা বের করা হবে।
উল্লেখ্য, ব্রিটিশ শাসনে নুনের উপর বেশি মাত্রায় কর চাপানোর প্রতিবাদে ১৯৩০ সালের ১২ মার্চ ডান্ডি আন্দোলনের ডাক দেন জাতির জনক মহাত্মা গান্ধী। ৩৮৫ কিলোমিটার পদযাত্রা করেন তিনি।

0 Response to "ডান্ডি অভিযানের ৯০তম বর্ষপূর্তিতে সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা করবে কংগ্রেস | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads