নারী দিবসে মহিলাদের জন্য তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার সহ একাধিক ঐতিহাসিক স্থানের টিকিট ফ্রি | বঙ্গ প্রতিদিন
Saturday, March 7, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :- আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় সরকারের উপহার। রবিবার তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার সহ ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে থাকা যাবতীয় ঐতিহাসিক স্মারক,সৌধতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন মহিলারা। শনিবার কেন্দ্রীয় কলা ও সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে এমনই জানানো হয়েছে।
এদিন কেন্দ্রীয় কলা ও সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ঐতিহাসিক ভাবে গুরুত্ব এমন স্মারকগুলিতে বেবি সিটিং ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী দিবসের দিন ঐতিহাসিক স্মারকগুলিকে মহিলাদের জন্য বিনামূল্যে করে দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় কলা ও সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল জানিয়েছেন যে, এই প্রথম এমন ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐতিহাসিক স্থানগুলি দর্শনের সময় মহিলারা যাতে সমস্ত ধরণের সু্যোগ সুবিধা পান সেই জন্য কাজ করে চলেছে মন্ত্রক। ভারতীয় সংস্কৃতিতে মহিলাদের সম্মান বেশি। তাই মহিলাদের সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত।
0 Response to "নারী দিবসে মহিলাদের জন্য তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার সহ একাধিক ঐতিহাসিক স্থানের টিকিট ফ্রি | বঙ্গ প্রতিদিন"
Post a Comment