-->
ইয়েস ব্যাঙ্ক সংকটের জন্য বিরোধীদের উপরেই দোষ চাপালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী | বঙ্গ প্রতিদিন

ইয়েস ব্যাঙ্ক সংকটের জন্য বিরোধীদের উপরেই দোষ চাপালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-  ইয়েস ব্যাঙ্ক সংকটের জন্য বিরোধীদের উপরেই দোষ চাপালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কংগ্রেস আমলে থেকেই এই সঙ্কটের জন্ম বলেও স্পষ্ট আকারে জানিয়ে দিলেন তিনি। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ইয়েস ব্যাংক নিয়ে সরকারের দিকে আঙুল তুলে চলেছে বিরোধীরা। গত দশ বছরে ইউপিএ সরকারের গৃহীত নীতির সঙ্গে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে অর্থ মন্ত্রককে।
এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং ও অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে নাম না করে  একহাত নিয়ে বলেন, ওরা বলছে ইয়েস ব্যাঙ্ক, এখন নো ব্যাঙ্ক। ওদের হাতে ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্ক ছিল। সেটাকে আইডিবিআইয়ের সঙ্গে জোর করে সংযুক্ত করল। তারপর থেকে আইডিবিআই  ব্যাঙ্কে সঙ্কট শুরু হল।

0 Response to "ইয়েস ব্যাঙ্ক সংকটের জন্য বিরোধীদের উপরেই দোষ চাপালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads