বিপদ যেন পিছু ছাড়ছেনা চিনের, এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়লো পাঁচতলা করোনা সেন্টার, ধসে আটকে ৭০ | বঙ্গ প্রতিদিন
Sunday, March 8, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-বিপদের মধ্যে বিপদ। বিপদ যেন পিছু ছাড়ছেনা কোনো মতেই। করোনার জেরে নাজেহাল জীবন। লাশের পাহাড় তৈরি হচ্ছে নিত্যদিনে। এর মধ্যেই আবার করোনা আক্রান্তদের চিকিৎসা জন্য পাঁচতলা একটি সেন্টার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ চিনের ফুজিয়ান প্রদেশের কোয়ানজু শহরে। ঘটনায় কমপক্ষে ৭০ জন আটকা পড়েছেন।
সূত্রের খবর, ভেঙে-পড়া পাঁচতলা ওই হোটেলটিকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। করোনাভাইরাসে আক্রান্তদের সেখানে রেখে চিকিত্সার বন্দোবস্ত করা হয়েছিল। জানা গিয়েছে, হোটেলটিতে ৮০টি ঘর ছিল। সবক’টিই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত চিনা দৈনিকের খবর অনুযায়ী, হোটেলের ধ্বংসস্তূপ সরিয়ে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটকে রয়েছেন আরও অন্তত ৭০ জন। জোরকদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উল্লেখ্য, ইতিমধ্যে চিনে করোনার জেরে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০ জনের। আক্রান্ত ৮০ হাজার ৬৫১ জন মানুষ। চিন ছাড়িয়েও ভয়াবহ রূপ নিয়েছে দক্ষিণ কোরিয়া ও ইরানে। দ্রুত গতিতে আক্রান্ত হচ্ছে ভারতেও। এপর্যন্ত ভারতে ৩১ জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে সূত্রের খবর।
0 Response to "বিপদ যেন পিছু ছাড়ছেনা চিনের, এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়লো পাঁচতলা করোনা সেন্টার, ধসে আটকে ৭০ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment