চরম লজ্জার ছবি হেমন্তের ঝাড়খণ্ডে, টানা ৪ দিন অনাহারে থেকে মৃত্যু এক অসহায় ব্যক্তির | বঙ্গ প্রতিদিন
Sunday, March 8, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-ডাটা আছে কিন্তু আটা নেই। দেশ ডিজিটাল বলে দাবি করা হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে চরম লজ্জাজনক ছবি উঠে আসছে। একটানা ৪ দিন অনাহারে থেকে অবশেষে মৃত্যু বরণ এক গরীব অসহায় ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হেমন্ত শোরেনের ঝাড়খণ্ডের বোকারোতে। স্বাধীনতার ৭৩ বছর পর দেশের বুকে অনাহারে মৃত্যুতে প্রশ্ন উঠতে শুরু করেছে সমস্ত মহল থেকে। শুরু হয়েছে ঝাড়খণ্ডে রাজনৈতিক তরজাও।
খবরে প্রকাশ, শুক্রবার বোকারোতে ভুখলাল পাসি নামের ৪২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। ৭ সদস্যের পরিবারে একটানা চারদিন ধরে কারোর পেটেই দুটো দানাও জোটেনি। ফলস্বরূপ ভুগলালের মৃত্যু হয়, এমনটাই জানান তার স্ত্রী রেখা দেবী।
রেখা দেবীর কথায়, “ও খিদের জ্বালায় মারা গিয়েছে। পরিবারের সাত সদস্যের মধ্যে ১৪ বছরের ছেলেও আছে। সে একটা ধাবায় কাজ করে। আরও একটি ছেলে এবং তিনটি মেয়ে আছে। বাড়ির আর কারও কোনও রোজগার নেই। আমাদের কারও মুখে চারদিন অন্ন ওঠেনি।”
অনাহারে মৃত্যু নিয়ে ইতিমধ্যে ঝাড়খণ্ডে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও আদিবাসী অধ্যূষিত ঝাড়খণ্ডে বহু অনাহারে মৃত্যুর ঘটনা ঘটেছে। ক্ষমতায় আসার আগে পর্যন্ত জেএমএমও দাবি করত, বিজেপির আমলে রাজ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তখন, বিজেপি সেই অভিযোগ অস্বীকার করত। আশ্চর্যজনকভাবে বিজেপি সরকার অনাহারে মৃত্যুর কোনও রেকর্ডই রাখেনি। পুরোটাই চালিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিক মৃত্যু হিসেবে। সেই রীতি মেনে জেএমএম সরকারও অনাহারে মৃত্যুর এই খবর অস্বীকার করেছে। তবে হেমন্ত সোরেনের নেতৃত্বে ইউপিএ জোট ক্ষমতায় আসতেই কি তবে নতুন করে ‘ভুখমারি’ শুরু হল ঝাড়খণ্ডে? এই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দল গেরুয়া শিবির।
0 Response to "চরম লজ্জার ছবি হেমন্তের ঝাড়খণ্ডে, টানা ৪ দিন অনাহারে থেকে মৃত্যু এক অসহায় ব্যক্তির | বঙ্গ প্রতিদিন"
Post a Comment